Sovabazar Accident: ব্যস্ত রাস্তায় হঠাৎই উল্টে যায় একটি ৬ চাকার লরি

Sovabazar Accident: ব্যস্ত রাস্তায় হঠাৎই উল্টে যায় একটি ৬ চাকার লরি

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 06, 2023 | 7:37 PM

লরির কোনও মতে দরজা খুলে বেরিয়ে আসেন। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। যেখানে উল্টে পড়ে লরিটি, তার লাগোয়া ফুটপাথেই শুয়ে ছিলেন বহু মানুষ। বিকট আওয়াজ আর উল্টানো লরি দেখে আতঙ্কিত তাঁরা। ঘটতে পারত অনেক বড় দুর্ঘটনা, আতঙ্ক তাঁদের চোখে মুখে।

ঘড়ির কাঁটায় তখন সকাল ৭ টা। হঠাৎই একটা বিকট আওয়াজ।কেঁপে উঠল এলাকা। ছুটে আসেন স্থানীয়রা।ব্যস্ত রাস্তায় হঠাৎই উল্টে যায় একটি ৬ চাকার লরি। ঘটনাটি ঘটে শোভাবাজার মেট্রোর কাছে যতীন্দ্র মোহন এভিনিউতে। লরির কোনও মতে দরজা খুলে বেরিয়ে আসেন। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। যেখানে উল্টে পড়ে লরিটি, তার লাগোয়া ফুটপাথেই শুয়ে ছিলেন বহু মানুষ। বিকট আওয়াজ আর উল্টানো লরি দেখে আতঙ্কিত তাঁরা। ঘটতে পারত অনেক বড় দুর্ঘটনা, আতঙ্ক তাঁদের চোখে মুখে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আনা হয় ক্রেন। ক্রেন দিয়ে তোলা হয় লরিটি।পুলিশ সূত্রের খবর, লরিটি ধাপা এলাকা থেকে শোভাবাজারের দিকে আসছিল। ব্যস্ত রাস্তায় এই দুর্ঘটনার ফলে তৈরি হয় তীব্র যানজট। প্রায় আড়াই ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।