Dhupguri News: বাইকে ভরেছিলেন তেল, হয়ে গেল জল!

Dhupguri News: বাইকে ভরেছিলেন তেল, হয়ে গেল জল!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 06, 2023 | 8:40 PM

কখনো কি দেখেছেন বা শুনেছেন পেট্রোল পাম্পে তেল ভরলে তেলের বদলে জল দেয়! ঘটনাটি শুনলে আজগুবি মনে হলেও এমনই দাবি গ্রাহকদের। আজব এই কাণ্ড ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের একটি পেট্রোল পাম্পে।

মোটরবাইকে ভরেছিলেন তেল, হয়ে গেল জল! মাঝপথে আটকে গেল মোটর বাইক। উত্তেজনা ধূপগুড়ির পেট্রোল পাম্পে।

কখনো কি দেখেছেন বা শুনেছেন পেট্রোল পাম্পে তেল ভরলে তেলের বদলে জল দেয়! ঘটনাটি শুনলে আজগুবি মনে হলেও এমনই দাবী গ্রাহকদের। আজব এই কাণ্ড ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের একটি পেট্রোল পাম্পে। এদিন গ্রাহকেরা তাদের যানবাহনে পেট্রোল ভরতে এলে তাদের ট্যাংকে তেলের বদলে জল দেওয়া হয় বলে অভিযোগ।
কাটোয়াতে প্রকাশ্য আছে যখন এক যুবক তেল ভরে থাকবে যাওয়ার চেষ্টা করেন কিছুদূর যাওয়ার পরেই বাইকটি বন্ধ হয়ে যায়। তখনই তার মনে সন্দেহ তৈরি হয়। তড়িঘড়ি পেট্রোল পাম মালিক কে বলেন যে বাইক কেন বন্ধ হয়ে গেল। সেই যুবক দাবি করে তেলে জল রয়েছে। এরপর থেকে বের করা হয় তেল । প্রশ্ন হচ্ছে কি করে তেলের বদলে জল এলো। আর এটা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে পরে এলাকায়।

মানুষদের ভীড় জমে পেট্রোল পাম্প লাগোয়া এলাকায়। শুরু হয় বিক্ষোভ। দাবি করা হয় এই পাম্প বন্ধের কারন,এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল।

সোমবার রাতে ধূপগুড়ি শহরের বুকে অবস্থিত বাস টার্মিনাস সংলগ্ন পেট্রোল পাম্পে গ্রাহকরা পেট্রোল ভরে কিছুদূর গেলে গাড়ি আচমকাই বন্ধ হয়ে যাচ্ছিলো। ক্লাচ বা ব্রেক কোনোটাই কাজ করছিলো তাদের গাড়ির। তেল ভরে কিছুদূর যেতে গাড়ির স্টার্ট বন্ধ হতেই সন্দেহ হয় গ্রাহকদের। আর গাড়ির ট্যাংক পরিস্কার করতেই সত্যতা সামনে আসে। তেলের বদলে বের হচ্ছে জল। এমনটাই অভিযোগ গ্রাহকদের। ইঞ্জিনে পেট্রোলের বদলে জল যেতেই শুরু হয় যান্ত্রিক গোলযোগ। গ্রাহকেরা গাড়ি পেট্রোল পাম্পে নিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে।

গ্রাহক তথা এলাকার মানুষদের আরও অভিযোগ, তথাকথিত সেই পেট্রোল পাম্পে এর আগেও একাধিকবার ভেজাল তেল বিক্রির অভিযোগে তালা ঝুলেছিল। তবুও শিক্ষা হয়নি পাম্প মালিকের।