Bankura News: চাকা ফেটে উল্টে গেল গরু বোঝাই গাড়ি, ঘটনায় আহত ৩ জন, দুর্ঘটনায় মৃত্যু একাধিক গরুর
চলন্ত লরির সামনের চাকা ফেটে বিপত্তি। রাস্তার ধারে উল্টে গেল গরু বোঝাই লরি । ঘটনায় ৭ থেকে ৮ টি গরুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে গরুর গাড়িতে থাকা তিন জন ব্যাক্তিও ।
চলন্ত লরির সামনের চাকা ফেটে বিপত্তি। রাস্তার ধারে উল্টে গেল গরু বোঝাই লরি । ঘটনায় ৭ থেকে ৮ টি গরুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে গরুর গাড়িতে থাকা তিন জন ব্যাক্তিও । ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার চেক পোস্ট এলাকায়। কয়েকমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার গোরু বোঝাই লরি উল্টে গেল কোতুলপুর থানা এলাকায়।
সোমবার সন্ধ্যায় কোতুলপুরের দিক থেকে আরমবাগের দিকে যাওয়ার সময় কোতুলপুর চেকপোস্টের সামনে আচমকাই একটি গরু বোঝাই লরির সামনের চাকা সশব্দে ফেটে যায়। এরপরই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই ৭ থেকে ৮ টি গরুর মৃত্যু হয়। ঘটনায় গরুর গাড়িতে থাকা তিন জন ব্যাক্তিও আহত হন। পরে ঘটনাস্থলে পৌঁছে কোতুলপুর থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় গোগড়া হাসপাতালে নিয়ে যায় । কোতুলপুর থানা এলাকায় বারবার গোরু বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ায় বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। লরির মধ্যে গাদাগাদি করে গোরু বোঝাই করায় এবং অতিরিক্ত সেই ভার বহন করতে গিয়েই কী এমন দুর্ঘটনা বারেবারে ঘটছে এমন প্রশ্নও উঠতে শুরু করেছে।