Fraserganj Fisherman Death: বুঝতে পারেননি জোয়ার এসেছে...

Fraserganj Fisherman Death: বুঝতে পারেননি জোয়ার এসেছে…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 30, 2023 | 3:23 PM

বঙ্গোপসাগর সংলগ্ন নদীর ডুবো চড়ায় মাছ ধরতে গিয়ে জোয়ারের তোড়ে তলিয়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর। অসুস্থ অবস্থায় আরও দুই মৎস্যজীবীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের কালিস্থানের কাছে বঙ্গোপসাগরে।

বঙ্গোপসাগর সংলগ্ন নদীর ডুবো চড়ায় মাছ ধরতে গিয়ে জোয়ারের তোড়ে তলিয়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর। অসুস্থ অবস্থায় আরও দুই মৎস্যজীবীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের কালিস্থানের কাছে বঙ্গোপসাগরে। পুলিশ জানিয়েছে, মৃত অজয় মাইতি (২৭) নামখানার দেবনীবাস গ্রামের বাসিন্দা। গতকাল দুপুরে ভাটার সময় চার মৎস্যজীবী ডুবো চড়ায় মাছ ধরতে গিয়েছিল। কখন যে জোয়ার উঠেছিল তা তারা টের পাননি। যখন বুঝতে পারেন তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তিন মৎস্যজীবী তড়িঘড়ি সাঁতরে কিছুটা দূরে থাকা বয়াতে উঠে পড়লেও এক মৎস্যজীবী জোয়ারের ঢেউয়ে তলিয়ে যায়। সন্ধে নাগাদ স্থানীয় মৎস্যজীবীরা জানতে পেরে তিনজনকে উদ্ধার করলেও এক মৎস্যজীবীর কোন খোঁজ মেলেনি। আজ ভোররাতে নিখোঁজ মৎস্যজীবী দেহ উদ্ধার করে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ।