West Bengal News: ৫দিন পর মিলল টোটো চালকের দেহ!
Barrackpur Crime News: পাঁচ দিন নিখোঁজ থাকার পর টোটো চালকের মৃতদেহ উদ্ধার। পুলিশের সন্দেহ টোটো বিক্রি নিয়ে ঝামেলার জেরেই খুন টোটো চালক শ্যামল মালিক। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে মোহন থানার দুর্গাবাড়ি এলাকায় একটি নালা থেকে উদ্ধার হল এক টোটো চালকের।
পাঁচ দিন নিখোঁজ থাকার পর টোটো চালকের মৃতদেহ উদ্ধার। পুলিশের সন্দেহ টোটো বিক্রি নিয়ে ঝামেলার জেরেই খুন টোটো চালক শ্যামল মালিক। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে মোহন থানার দুর্গাবাড়ি এলাকায় একটি নালা থেকে উদ্ধার হল শ্যামল মালিক নামে এক টোটো চালকের। এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে মোহন পুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠায়। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর থেকেই বিভিন্ন জায়গায় পুলিশ এবং পরিবারের লোকজন বহু খোজাখুজি করে ও কোন হদিস পায়নি শ্যামল বাবুর। আজ মৃতদেহ উদ্ধার হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রের খবর, টোটো বিক্রি নিয়ে ঝামেলার জেরেই খুন হতে পারে শ্যামল মালিক(৪০)। পুলিশ দুইজন কে আটক করেছে।খোজ পাওয়া গেছে টোটোরও।
Latest Videos