AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rashmika Mandana: AI-এর সাহায্যে মডেল জারা প্যাটেলের শরীরে বসেছে রশ্মিকার মুখ

Rashmika Mandana: AI-এর সাহায্যে মডেল জারা প্যাটেলের শরীরে বসেছে রশ্মিকার মুখ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 06, 2023 | 9:41 PM

Share

অভিনেত্রী রশ্মিকা মন্দানার একটি ফেক ভিডিয়ো ভাইরাল হয়েছে। AI বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স-এর সহায়তায় মডেল জারা প্যাটেলের শরীরে বসিয়ে দেওয়া হয়েছে দক্ষিণী নায়িকার মুখ। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অমিতাভ বচ্চন। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও। একই সঙ্গে পদক্ষেপ করারও আশ্বাস দিয়েছেন তিনি।

রশ্মিকার ফেক ভিডিয়ো ভাইরাল
অভিনেত্রী রশ্মিকা মন্দানার একটি ফেক ভিডিয়ো ভাইরাল হয়েছে। AI বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স-এর সহায়তায় মডেল জারা প্যাটেলের শরীরে বসিয়ে দেওয়া হয়েছে দক্ষিণী নায়িকার মুখ। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অমিতাভ বচ্চন। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও। একই সঙ্গে পদক্ষেপ করারও আশ্বাস দিয়েছেন তিনি।

ট্রোল নিয়ে সরব আলিয়া
কেরিয়ারে একাধিকবার ট্রোলের শিকার হতে হয়েছে অভিনেত্রী আলিয়া ভাটকে। অতীতে এই বিষয় মুখ না খুললেও এবার সরব হলেন আলিয়া। বললেন, “আমি মানুষ, তাই আমি ভুল করতে বাধ্য। তা নিয়ে মানুষ মজাও করবেন। এর প্রভাবও পড়ে আমার ওপর। আমি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি। তবে তার মানে এটা নয় যে, এর জন্য আমি কাউকে দায়ী করব।”

এ কী বললেন হেমা?
বিবাহিত ধর্মেন্দ্রকে বিয়ে করতে চাননি হেমা মালিনি। তাঁর কথায়, কার পরিবার এমনটা চায়? আমি চেয়েছিলাম এমন কাউকে বিয়ে করতে যিনি ধর্মেন্দ্রর মতো হবেন। তবে ভাগ্যে যা থাকবে, তাই-ই তো হবে। তেমনটা আর হল কই? আক্ষেপের সুরে জানিয়েছিলেন ড্রিম গার্ল।

সুস্মিতার অনুপ্রেরণা
সুস্মিতা সেন যখন ছোট, তখন প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। এই ঘটনা দারুণভাবে উদ্বুদ্ধ করেছিল সুস্মিতাকে। তাঁর বাবা সে দিন সুস্মিতাকে বলেছিলেন, ভারতীয় হিসেবে প্রথম এমন কিছু করতে হবে, যাতে মানুষ তাঁকে মনে রাখেন। তারপর নিজের লক্ষ্য ঠিক করতে থাকেন সুস্মিতা। স্মৃতিরোমন্থনে সুস্মিতা বলেছেন, রাকেশই তাঁকে উদ্বুদ্ধ করেছিলেন মিস ইউনিভার্স হওয়ার জন্য।

প্রেম করছেন সুহানা?
শাহরুখ-কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা—একে-অন্যের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন। এমনই খবর বলিউডের অন্দরমহলে। এবার ফ্যাশন ডিজ়াইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে একসঙ্গে দেখা গেল তাঁদের। সেখানেই সুহানার প্রতি অগস্ত্যর বাড়তি যত্ন দেখে নেটপাড়ার প্রশ্ন, ‘তবে বিয়েটা হচ্ছে কবে?’

ভেঙে গেল আদর-তারার সম্পর্ক
খাতায়-কলমে না হলেও কাপুর পরিবারের অংশ প্রায় হয়েই গিয়েছিলেন অভিনেত্রী তারা সুতারিয়া। জন্মদিনের পার্টি থেকে শুরু করে নানা অনুষ্ঠানে অংশ নিতেন সকলের সঙ্গে। হাজার হোক রাক কাপুরের নাতি আদর জৈনের প্রেমিকা বলে কথা! কিন্তু এ কী! বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমের পর ভেঙে গেল তাঁদের সম্পর্ক। নিজের মুখে এই কথা স্বীকার করেছেন তারা। বিয়ের প্রশ্ন আসতেই সকলের সামনে বলেছেন, “আমি কোনও সম্পর্ক নেই।”

রাহার এক বছরের জন্মদিন
নাতনি রাহা কাপুরের এক বছরের জন্মদিনে দারুণ কিছু কথা লিখেছেন ঠাকুমা-দিদিমা নিতু কাপুর এবং সোনি রাজ়দান। ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন দু’জনে। নিতু লিখেছেন, “হঠাৎই এক বছর হয়ে গেল তোমার। আমার মূল্যবান পুতুল রাহা, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। তোমাকে অনেক ভালবাসি আমরা।” সোনি লিখেছেন, “কিছুদিন আগেই তো তুমি এলে আমাদের জীবনে… তোমাকে জন্মদিনের অনেক আদর এবং ভালবাসা।”

দীপঙ্করের সঙ্গী ক্রিকেট
রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন টলিউডের প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে। সে দিনই কলকাতায় আয়োজিত হয় ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের ক্রিকেট খেলা। হাসপাতালের বিছানায় শুয়ে খেলা দেখা শুরু করেন। ডিসচার্জের সময়ও খেলা দেখতে-দেখতেই বাড়ি ফিরেছেন। ভারত জিতেছে বলে খুব খুশি হয়েছেন, জানিয়েছেন স্ত্রী তথা অভিনেত্রী দোলন রায়।

একসঙ্গে নিখিল-সৌরসেনী
ভারত-দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচে যখন টিকিটের জন্য সাধারণের মধ্যে চলছিল হাহাকার, এমনই এক পরিস্থিতিতে গতকাল অর্থাৎ রবিবার ক্রিকেট দেখতে গিয়েছিল প্রায় গোটা টলিউড। হাজির ছিলেন নুসরত জাহানের প্রাক্তন পার্টনার নিখিল জৈনও। সঙ্গে ছিলেন তাঁর ‘রিউমরড’ প্রেমিকা ও মডেল অভিনেত্রী সৌরসেনী মৈত্র।

Published on: Nov 06, 2023 09:41 PM