Lottery: গলা অবধি ঋণ, ১৫০ টাকার লটারি কেটে কোটিপতি
পাওনাদারের টাকা মেটাতে গিয়ে লটারি টিকিট কেটে কোটিপতি ফাস্টফুডের দোকানদার , ভাগ্যের চাকা ঘোড়ায় খুশি দম্পতি ।উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজারের ফাস্টফুডের দোকানদার গোপাল সরকার শনিবার সকালে বাগদাতে গিয়েছিলেন আইসক্রিম মালিকের টাকা দিতে। বাগদা বাজার থেকেই দুপুর ১ টায় খেলার দেড়শ টাকার লটারি কিনেছিল তিনি। আর সেই লটারিই গোপালের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল । দুপুর […]
পাওনাদারের টাকা মেটাতে গিয়ে লটারি টিকিট কেটে কোটিপতি ফাস্টফুডের দোকানদার , ভাগ্যের চাকা ঘোড়ায় খুশি দম্পতি ।উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজারের ফাস্টফুডের দোকানদার গোপাল সরকার শনিবার সকালে বাগদাতে গিয়েছিলেন আইসক্রিম মালিকের টাকা দিতে। বাগদা বাজার থেকেই দুপুর ১ টায় খেলার দেড়শ টাকার লটারি কিনেছিল তিনি। আর সেই লটারিই গোপালের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল । দুপুর গড়াতেই লটারি রেজাল্ট বেরোতেই রেজাল্ট দেখে চক্ষু চড়ক গাছ দম্পতির। খুশি গোপাল ও গোপালের স্ত্রী। কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে গোপাল সরকার জানিয়েছেন সে খুব খুশি। বলছেন, “আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না। মাঝেমধ্যে ভাগ্য পরীক্ষা করার জন্য লটারির টিকিট কাটি । এই টাকা দিয়ে দোকানের উন্নতি করব এবং ছেলের ভবিষ্যৎ গড়ব।” আর গোপালের স্ত্রী জানিয়েছে, স্বামী লটারি টিকিট কাটত মাঝে মধ্যে। বলছেন, “আমি জানতাম কিন্তু ভাগ্য পরীক্ষার জন্য কিছু বলতাম না। কোটি টাকা পুরস্কার পায় আমি খুব খুশি । আগামীতে দোকানটাকে ভালো করে সাজাবো এবং পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবো।” দেখুন ভিডিয়ো
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

