জমিতে ধান চাপা মহিলার দেহ, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় খুন?
চাষিরা মাঠে ধান কাটতে গিয়েছিলেন। জমিতে গিয়ে দেখেন, এক জায়গায় ধান জড়ো করে রাখা। জমিতে এভাবে কারা ধান জড়ো করল, তা দেখতে গিয়েই চমকে উঠেন তাঁরা। রাতের অন্ধকারে তাঁরা দেখেন, ওই জড়ো করা ধানের মধ্যে থেকে একটি হাতের কিছুটা বেরিয়ে রয়েছে। সাহস করে ধান সরাতে কার্যত শিউরে ওঠেন। এক মহিলার রক্তাক্ত দেহ ধান চাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়ির। মৃত মহিলার নাম ফরিদা বেগম। তাঁর পরিবারের অভিযোগ, ফরিদার স্বামী বাবলু হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তাঁর প্রতিবাদ করেছিলেন ফরিদা। সেজন্যই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।
চাষিরা মাঠে ধান কাটতে গিয়েছিলেন। জমিতে গিয়ে দেখেন, এক জায়গায় ধান জড়ো করে রাখা। জমিতে এভাবে কারা ধান জড়ো করল, তা দেখতে গিয়েই চমকে উঠেন তাঁরা। রাতের অন্ধকারে তাঁরা দেখেন, ওই জড়ো করা ধানের মধ্যে থেকে একটি হাতের কিছুটা বেরিয়ে রয়েছে। সাহস করে ধান সরাতে কার্যত শিউরে ওঠেন। এক মহিলার রক্তাক্ত দেহ ধান চাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়ির। মৃত মহিলার নাম ফরিদা বেগম। তাঁর পরিবারের অভিযোগ, ফরিদার স্বামী বাবলু হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তাঁর প্রতিবাদ করেছিলেন ফরিদা। সেজন্যই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।
