পাপারাৎজিদের সামনেই মেয়ের সঙ্গে এ কী করলেন রাই-সুন্দরী!

পাপারাৎজিদের সামনেই মেয়ের সঙ্গে এ কী করলেন রাই-সুন্দরী!

TV9 Bangla Digital

| Edited By: জয়িতা চন্দ্র

Updated on: Jul 16, 2024 | 1:38 PM

Aishwarya Rai Bachchan Gossips: বচ্চন পরিবারের সদস্য তাঁরা। আরাধ্যা বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন যদিও এখন এই পরিবারের থেকে বেশ কিছুটা দূরত্বই বোধহয় বজায় রাখছেন। অম্বানিদের বিয়েতেও এলেন আলাদা-আলাদা। তবে সেখানেই এ কী কাণ্ড! পাপারাৎজিদের সামনেই মেয়ের চুল ঠিক করে দিতে ব্যস্ত মা। তা দেখে বেজায় অস্বস্তিতে আরাধ্যা। যদিও নেটিজ়েনদের মত মা-মাই হয়।

অম্বানিদের অনুষ্ঠানে থাকলেন না শাহরুখ
অম্বানিদের সঙ্গে বরাবরই শাহরুখ খানের বেশ ভাল বন্ধুত্ব। তাই এই পরিবার থেকে ডাক আসবে আর কিং খান থাকবেন না তা কি হয়? তবে এবার এমনটাই হল। অম্বানিদের বিয়ের পরেরদিনের সেলিব্রেশন থাকতে পারলেন না তিনি। পাড়ি দিলেন লন্ডনে। বর্তমানে শাহরুখ সেখানেই রয়েছেন। বিয়ের জন্যই শুক্রবার মুম্বইতে আসা, বিয়ে মিটতেই আবারও ফিরলেন নিজের কাজে।

অস্বস্তিতে আরাধ্যা
বচ্চন পরিবারের সদস্য তাঁরা। আরাধ্যা বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন যদিও এখন এই পরিবারের থেকে বেশ কিছুটা দূরত্বই বোধহয় বজায় রাখছেন। অম্বানিদের বিয়েতেও এলেন আলাদা-আলাদা। তবে সেখানেই এ কী কাণ্ড! পাপারাৎজিদের সামনেই মেয়ের চুল ঠিক করে দিতে ব্যস্ত মা। তা দেখে বেজায় অস্বস্তিতে আরাধ্যা। যদিও নেটিজ়েনদের মত মা-মাই হয়।

নিমন্ত্রণ পাননি করিনা?
সবাইকে দেখা গেল, কিন্তু অম্বানি বিয়ের বাড়িতে কোথায় করিনা কাপুর খান? তাঁকে নিমন্ত্রণ করা হয়নি? অবশেষে জল্পনার অবসান, করিনা নিজেই সোশ্যাল মিডিয়ায় খোলসা করলেন সবটা। তিনি নিমন্ত্রণ পেয়েছেন, কিন্তু যেতে পারেননি। লিখলেন, ‘তোমরা আজীবন আনন্দ ও সুখে থাকো। সবার সঙ্গে সেলিব্রেশনটা মিস করলাম… অনেক ভালবাসা’।

কোথায় বিরাট?
অম্বানিদের বিয়েতে সকলের দেখা মিললেও দেখা গেল না অনুষ্কা শর্মা ও বিরাট কোহলিকে। কোথায় তাঁরা? আইসিসি টি ২০ বিশ্বকাপ জয়ের উদযাপন ভারতে সেরেই লন্ডনে চলে গিয়েছিলেন বিরাট। সেখানেই সন্তান ও স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি তাঁদের একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে লন্ডনে ‘কৃষ্ণ দাসের কীর্তন’-এ যোগ দিয়েছেন জুটি। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি।

বাদ গেলেন না প্রধানমন্ত্রীও
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টকে আশীর্বাদ করতে হাজির খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত সেটাই এখন নেটপাড়ার চর্চার বিষয়। বিয়েতে তিনি আসেননি। তা নিয়ে শোরগোলের মাঝেই শুভ আশীর্বাদ অনুষ্ঠানে যোগ দিয়ে নব-দম্পতিকে আশীর্বাদ করতে ভুললেন না মোদী।
অম্বানির বিয়েতে শাশ্বত
অম্বানির বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেখানে ধুতি-পাঞ্জাবি বেছে নিয়েছেন পরার জন্য। পোশাকে ভরপুর বাঙালিয়ানা। ওদিকে আমন্ত্রণ পেয়েছেন আর এক বাঙালি টোটা রায় চৌধুরীও। তবে না, ব্যক্তিগত কারণে সেখানে হাজির থাকতে পারবেন না তিনি।
হাজির যশ নুসরত
কাউকে কিচ্ছু জানাননি তবে রবিবার সকালেই সারপ্রাইজ। অম্বানির বিয়েতে যোগ দিতে মুম্বই উড়ে গেলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। যদিও তাঁরা কী পরবেন তা নিয়ে কিছু শেয়ার করেননি, জিইয়ে রেখেছেন সাসপেন্স।

বাদ গেলেন না সুস্মিতা-রাইমাও
অম্বানিদের গ্র্যান্ড রিসেপশনে হাজির রাইমা সেন। শুধু কি তাই? হাজির হয়েছেন জিতের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়ও। ইন্ডাস্ট্রিতে বেশিদিন হয়নি সুস্মিতার। তা সত্ত্বেও অম্বানিদের রিসেপশনে আমন্ত্রণ পেয়ে বেজায় খুশি তিনি। বেছে নিয়েছেন প্যাস্টেল রঙের লেহেঙ্গা ওদিকে রাইমার পছন্দ তাঁর মায়ের শাড়ি।

দিতিপ্রিয়ার প্রেম
ইন্ডাস্ট্রির বাইরের মানুষের সঙ্গে সম্পর্কে আছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যদিও প্রেমিকের পরিচয় সামনে আনতে এখনই নারাজ তিনি। তবে মাঝেমধ্যেই প্রেমিকের আলো আঁধারি ছবি শেয়ার করে বাড়িয়ে দেন সাসপেন্স। আবারও করলেন তাই, সঙ্গে জুড়লেন প্রেমিকের সম্পর্কে প্রেমমাখা কিছু লাইনও।

Published on: Jul 14, 2024 11:16 PM