Panchayat Election 2023: ভোটের প্রশিক্ষণে অনুপস্থিত, ৩০০ জনকে শোকজ!

Panchayat Election 2023: ভোটের প্রশিক্ষণে অনুপস্থিত, ৩০০ জনকে শোকজ!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 29, 2023 | 3:00 PM

ইতিমধ্যে শোকের চিঠি প্রত্যককে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে ভোট পর্ব শেষ করতে এবারের পঞ্চায়েত নির্বাচনের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন প্রায় ৬ হাজার কর্মী নিয়োগ করেছে। এই সব কর্মীদের ভোটের জন্য প্রতিটি ব্লক স্তরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷

পঞ্চায়েত ভোটের প্রশিক্ষণে অংশ না নেওয়ার জন্য প্রায় ৩০০ জনকে শোকজ করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। আগামী দুদিনের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে৷ পাশাপাশি শোকজ উত্তর ঠিকঠাক না হলে পরে তাদের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে বলেই প্রশাসনের তরফে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতিমধ্যে শোকের চিঠি প্রত্যককে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে ভোট পর্ব শেষ করতে এবারের পঞ্চায়েত নির্বাচনের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন প্রায় ৬ হাজার কর্মী নিয়োগ করেছে। এই সব কর্মীদের ভোটের জন্য প্রতিটি ব্লক স্তরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এদিকে জেলা জুড়ে হওয়া প্রশিক্ষণ শিবিরে প্রায় ৩০০ জন কর্মী অংশগ্রহণ করেননি। সেই তথ্য সামনে আসার পরই জেলা প্রশাসনের তরফে ওই কর্মীদের শোকজ করা হয়েছে৷ কেন তারা প্রশিক্ষণে অংশ নেননি তা জানতে চাওয়া হয়েছে। এনিয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন, ভোটের জন্য এবার ৬ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। ভোট কর্মীদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ সেই প্রশিক্ষণ শিবিরে অংশ না নেওয়া প্রায় ৩০০ জনকে শোকজ করা হয়েছে৷ আগামী দুদিনের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। তা না হলে প্রশাসনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে৷