Delhi Blast News: উমর-মুজাম্মিলের ডায়রিতে এক কোড! বড় নাশকতার ছক কষেছিলেন ‘চিকিৎসক জঙ্গিরা’?

| Edited By: Avra Chattopadhyay

Nov 18, 2025 | 11:09 PM

Delhi Blast Accused Targets Six Location: এই কোডটি হল 'অপারেশন ডি সিক্স'। কিন্তু এর অর্থ কী? আর উমর-মুজাম্মিলের ডায়রিতে কীভাবেই বা পাওয়া গেল সেই এক কোড? তা আপাতত ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে উমর-মুজাম্মিলের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে বলেই দাবি তাঁদের। কিন্তু কোডের অর্থ কী? উমর আত্মঘাতী হয়েছেন।

নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণের অন্যতম চক্রী উমরের ভাড়াবাড়ি থেকে একটি ডায়রি উদ্ধার করেছেন তদন্তকারীরা। একই ভাবে একটি ডায়রি উদ্ধার হয়েছে ফরিদাবাদ বিস্ফোরক উদ্ধার-কাণ্ডে জড়িত চিকিৎসক মুজাম্মিলের বাড়ি থেকেও। কিন্তু ডায়রি সে তো স্বাভাবিক, তাতে সন্দেহজনক কী এমন রয়েছে? তদন্তকারীরা বলছেন, উমর-মুজাম্মিলের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেকটা। তবে উভয় ডায়রির মধ্য়ে পাওয়া একটি কোড রয়েছে সাদৃশ্য।

এই কোডটি হল ‘অপারেশন ডি সিক্স’। কিন্তু এর অর্থ কী? আর উমর-মুজাম্মিলের ডায়রিতে কীভাবেই বা পাওয়া গেল সেই এক কোড? তা আপাতত ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে উমর-মুজাম্মিলের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে বলেই দাবি তাঁদের। কিন্তু কোডের অর্থ কী? উমর আত্মঘাতী হয়েছেন। কিন্তু মুজাম্মিল পুলিশি হেফাজতে। তাঁকে জেরা করে কোডের প্রাথমিক অর্থ উদ্ধার করতে পেরেছেন তদন্তকারী। তাঁদের অনুমান, সম্ভবত ৬ ডিসেম্বর দেশের ৬ গুরুত্বপূর্ণ শহরে হামলার ছক কষেছিলেন তাঁরা।