‘বৌমা Celeb ও শাশুড়ির গপ্পো’-এ সানন্দা এবং মিনু
সানন্দা এবং মিনুর সম্পর্কের মধ্যে বড় বাঁধন সানন্দার মেয়ে ঝিনুক। অর্থাৎ মিনুর একমাত্র নাতনি। তাকে ঘিরেই আবর্তিত তাঁদের জীবন।
অভিনেত্রী সানন্দা বসাক এবং তাঁর শাশুড়ি মা মিনু চক্রবর্তী। তাঁদের কেমিস্ট্রিটা কেমন? ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’-র মুডে কি থাকেন সব সময়? নাকি শাশুড়ি-বৌমার মধ্যে কোনও মিলও রয়েছে? তাঁদের অন্দরে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। ‘বৌমা Celeb ও শাশুড়ির গপ্পো’-এ আজকের অতিথি সানন্দা এবং মিনুর জুটি।
সানন্দা এবং মিনুর সম্পর্কের মধ্যে বড় বাঁধন সানন্দার মেয়ে ঝিনুক। অর্থাৎ মিনুর একমাত্র নাতনি। তাকে ঘিরেই আবর্তিত তাঁদের জীবন। ঝিনুককে নিয়েও কি মনোমালিন্য হয় কখনও? কী বললেন এই জুটি?
Latest Videos
কেষ্ট-গড়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক, কী খতিয়ে দেখবেন সুব্রত গুপ্ত?
চাপের মুখে প্রত্য়াহার নয়া নিয়ম, তৈরি হয়েছে পাইলট সঙ্কট
হাওড়া-ব্যান্ডেল রুটে চলবে এসি লোকাল, চলছে সমীক্ষা!
'নোটবন্দি' থেকে 'গণবন্দি', Amit Shah-কে ফের আক্রমণ Mamata Banerjee-এর