Kalyan Banerjee: ২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন

Kalyan Banerjee: ২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 18, 2024 | 7:14 PM

২০২৬ সালে আগামী বিধানসভা নির্বাচন। তার আগেই ডানকুনির জনসভা থেকে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'কোনও বিরোধী দল ৩০ আসনও পাবে না, থাকবে না কোনও বিরোধী দলনেতাও', ২৬-এর নির্বাচন নিয়ে এমনই ভবিষ্যৎবাণী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

ডানকুনি: ২০২৬ সালে আগামী বিধানসভা নির্বাচন। তার আগেই ডানকুনির জনসভা থেকে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘কোনও বিরোধী দল ৩০ আসনও পাবে না, থাকবে না কোনও বিরোধী দলনেতাও’, ২৬-এর নির্বাচন নিয়ে এমনই ভবিষ্যৎবাণী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য জনসমক্ষে আসতেই শুরু রাজনৈতিক তরজা। আসরে রাম-বাম-হাত শিবির।
সুকান্ত মজুমদার বলেন, ‘উনি হয়ত পূর্ব অভিজ্ঞতা থেকেই এমন কথা বলেছেন। ২০০৬-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ২৯ আসন পায়, পরে একজন বিধায়ক মারা গেলে উপনির্বাচন ভোটে জিতে বিরোধী দলের মর্যাদা পায়। ওঁর মনে রাখা উচিত ২৯ সিট পাওয়ার পরেও ২০১১-তে জিতেছিল তৃণমূল। কোনও দল সাময়িকভাবে কম সিট পেলেই যে তারা আর ক্ষমতায় আসতে পারবে না এমন ভাবার কোনও কারণ নেই।’
‘দিদির দলে জ্যোতিষ আছে’, কটাক্ষ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। অন্যদিকে, তরুণ বামনেতা সৃজন ভট্টাচার্য বলেন,’কল্যাণবাবু এতই বাজে কথা বলেন যে তার রাজনৈতিক উত্তর দেওয়া আমাদের পক্ষে খুবই কঠিন। কল্যাণবাবু আগে শ্রীরামপুরে গণতন্ত্রের নিয়মে পুলিশ ছাড়া, গুণ্ডা ছাড়া ভোট করে দেখান।’