Birbhum News: পাথর খাদানে মহিলার দেহ!
বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার হাবরা পাহারী গ্রামের একটি পাথর খাদান থেকে এক আদিবাসি মহিলার দেহ উদ্ধার। জানা গিয়েছে ওই মহিলা স্থানীয় বাসিন্দা। ছ বছর আগে বিয়ে হয়েছিল কৃষ্ণ মারান্ডি সাথে সুজাতা মাড্ডির। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকতো, কারণ স্বামী অন্য এক মহিলার সাথে পরকীয়ায় যুক্ত।
বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার হাবরা পাহারী গ্রামের একটি পাথর খাদান থেকে এক আদিবাসি মহিলার দেহ উদ্ধার। জানা গিয়েছে ওই মহিলা স্থানীয় বাসিন্দা। ছ বছর আগে বিয়ে হয়েছিল কৃষ্ণ মারান্ডি সাথে সুজাতা মাড্ডির।
বিয়ের পর থেকেই দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকতো, কারণ স্বামী অন্য এক মহিলার সাথে পরকীয়ায় যুক্ত। গত এক বছর আগে এ নিয়ে গ্রামের বাসিন্দারা মীমাংসা করেছিল কিন্তু পুজোর আগে ফের অশান্তি সৃষ্টি হয়, শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে বাপের বাড়িতে সুজাতা।
পরিবারের ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতে অন্ধকারে পাথর খাদানে ডেকে মেরে ফেলা হয়েছে সুজাতাকে। ঘটনাস্থলে মহম্মদবাজার থানার পুলিশ। মহিলা স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
Latest Videos