Adventure Tourism In Bengal: এই শীতে হয়ে যাক অ্যাডভেঞ্চার! কিন্তু কোথায়?

West Bengal Tourism: সামনে শীত। এ বাংলার আনাচে কানাচে রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের হাতছানি। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ-সব জায়গাতেই রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা। প্ল্যান করার আগে দেখে নিন এই ভিডিও

Adventure Tourism In Bengal: এই শীতে হয়ে যাক অ্যাডভেঞ্চার! কিন্তু কোথায়?
| Updated on: Dec 10, 2023 | 3:52 PM

অনেকেরই অ্যাডভেঞ্চার স্পোর্টসে আগ্রহ থাকে। তবে তাঁরা ভাবেন অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য হিল্লিদিল্লি করতে হবে। আদতে তা নয়। পশ্চিমবঙ্গে আছে বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসের হাতছানি। পুরুলিয়ার পাঞ্চেত অঞ্চলে করা যায় মাউন্টেন বাইকিং। দার্জিলিংও করা যায় মাউন্টেন বাইকিং। মন্দারমণিতে করা যায় প্যারাসেলিং। সমুদ্রে মাঝ আকাশে ভেসে বেড়ানো যায়। দার্জিলিংয়ে প্যারাগ্লাইডিংয়ের সুযোগ আছে।

রবীন্দ্র সরোবরে কায়াকিং শেখানো হয়। ইকো পার্কে সূর্যাস্তের সময় কায়াকিং করা যায়। উত্তরবঙ্গের তিস্তা নদীতে রিভার র‍্যাফটিং করা যায়। এর জন্য তিস্তা বাজারে যেতে হয়। তাজপুরের সমুদ্রে স্নরকেলিং করা যায়। বাংলায় ট্রেকিং রুট অনেক। উত্তরবঙ্গের নেওড়া ভ্যালি ন্যাশানাল পার্ক, দক্ষিণবঙ্গে পুরুলিয়ায় ট্রেক করা যায়। দিঘা থেকে চাঁদিপুর কোস্টাল ট্রেকিংও জনপ্রিয় হচ্ছে। কালিম্পং ও দার্জিলিংয়ে ক্যাম্পিং করা যায়। সুন্দরবনেও ক্যাম্পিং করা যায়।

Follow Us: