AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election 2023 Result: গণনার পর আঁতকে উঠলেন প্রার্থী!

Panchayat Election 2023 Result: গণনার পর আঁতকে উঠলেন প্রার্থী!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 12, 2023 | 2:46 PM

Share

বক্সে থাকা ব্যালট গননার পর আঁতকে উঠলেন প্রার্থী। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ী ১ নং গ্রামপঞ্চায়েতের ১৭/১৩৭ নং বুথে শান্তিতেই ভোট হয়েছিল। সেই একাউন্ট অনুযায়ী দেখা যায় গ্রামপঞ্চায়েত আসনে ওই দিন মোট ৯৭৪ টি ব্যালট পেপার ব্যাবহার করা হয়েছে। কিন্তু ভোট গণনার দিন হিসেবে দেখা যায় গন্ডগোল।এরপর ছাপ্পা ভোটের অভিযোগ তুলে কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী।

বক্সে থাকা ব্যালট গননার পর আঁতকে উঠলেন প্রার্থী। রি পোলিংয়ের দাবী তুলে দারস্থ হলেন কমিশনে। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ী ১ নং গ্রামপঞ্চায়েতের ১৭/১৩৭ নং বুথের বিজেপি প্রার্থী ছিলেন কল্যানী রায়। ভোটের দিন এলাকায় মোটের উপর শান্তিতেই ভোট হয়েছিল। ভোট শেষ হবার পর কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের ব্যালট পেপার একাউন্ট দেওয়া হয়। সেই একাউন্ট অনুযায়ী দেখা যায় গ্রামপঞ্চায়েত আসনে ওই দিন মোট ৯৭৪ টি ব্যালট পেপার ব্যাবহার করা হয়েছে। কমিশনের হিসাবের সাথে বিজেপির পোলিং এজেন্টের হিসাব মিলে যাওয়ায় ব্যালট পেপার একাউন্ট নিয়ে বাড়ি ফিরে আসেন প্রার্থী কল্যানী রায়। মঙ্গলবার গননার সময় কাউন্টিং সেন্টারে হাজির হন বিজেপির কাউন্টিং এজেন্ট। এরপর গননা হয়। গননা শেষে জানিয়ে দেওয়া হয় তৃনমূল প্রার্থী পেয়েছে ৪৯১ টি ভোট।বিজেপি পেয়েছে ৪০৫ টি ভোট,কংগ্রেস পেয়েছে ৪০ টি ভোট,বাতিল হয়েছে ১২৪ টি ভোট। এরপর প্রাপ্ত ভোট গুনতে গিয়ে চোখ ছানাবড়া হয়ে যায় বিজেপি পোলিং এজেন্টের। যোগফলে দেখা ১০৬০ টি ব্যালট ব্যাবহার হয়েছে। যা সেদিনের দেওয়া ব্যালট পেপার একাউন্টের থেকে ৮৬ টি ব্যালট পেপার বেশি। এরপর ছাপ্পা ভোটের অভিযোগ তুলে কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী।বিজেপি প্রার্থী কল্যানী রায় বলেন আমাদের সেইদিন সরকারি ভাবে যেই হিসাব দেওয়া হয়েছিল সেই হিসাবের সাথে আজকের হিসাব মেলেনি। ৮৬ টি বেশি ব্যালট পাওয়া গেছে ব্যালট বক্সে। আমাদের দাবী তৃনমূলকে জেতানোর জন্য ভোট শেষের পর কোনও ভাবে বক্সে বেশি ব্যালট ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিজেপির দাবী উড়িয়ে দিয়েছেন তৃনমূল নেতা কৃষ্ণ দাস। তিনি বলেন যথেষ্ট শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমদেরও অনেক কয়টি অভিযোগ রয়েছে। যা আমরা লিখিত ভাবে জানিয়েছি। যদি বিজেপি ফল দেখে সন্তুষ্ট না হয় তবে লিখিত অভিযোগ করুক।

Published on: Jul 12, 2023 02:46 PM