SIR in West Bengal: বাংলায় কথা বলার জন্য হিয়ারিংয়ে ডাকা হল তৃণমূল সাংসদকে?
TMC MP Shamirul Islam: আরও এক সাংসদকে তলব। দেবের পর এসআইআর হিয়ারিংয়ে তলব করা হল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামকে। তিনি জানান, সব নথি ঠিক আছে। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য হয়রানি করতেই তলব করা হয়েছে।
আরও এক সাংসদকে তলব। দেবের পর এসআইআর হিয়ারিংয়ে তলব করা হল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামকে। তিনি জানান, সব নথি ঠিক আছে। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য হয়রানি করতেই তলব করা হয়েছে। তিনি বলেন, “এটা শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য হয়রানি করতে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমরা সংসদে নিয়মিত উপস্থিত থাকি, কাজ করি। ২০০২ সালের তালিকায় আমার মা-বাবার নাম আছে, ২০০২ সালের আগে জমির দলিলও আছে। সাংসদদেরই যদি এমন হেনস্থা করা হয়, সাধারণ মানুষের কী হবে ভাবুন।”
