Mamata Banerjee: মানা হচ্ছে না মুখ্য়মন্ত্রীর নির্দেশ?
SIR in Bengal: ফরাক্কার পর চাকুলিয়া। অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে। এসআইআর শুনানিতে দফায় দফায় ডাক ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষুদ্ধ জনতা। চলছে আন্দোলন। ভাঙচুর চলেছে বিডিও অফিসেও। উত্তেজনা সামাল দিতে গিয়ে হিমশিম খেয়েছে পুলিশ। আক্রান্ত হয়েছে তাঁরাও।
ফরাক্কার পর চাকুলিয়া। অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে। এসআইআর শুনানিতে দফায় দফায় ডাক ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষুদ্ধ জনতা। চলছে আন্দোলন। ভাঙচুর চলেছে বিডিও অফিসেও। উত্তেজনা সামাল দিতে গিয়ে হিমশিম খেয়েছে পুলিশ। আক্রান্ত হয়েছে তাঁরাও।
এদিকে দিন কতক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, ‘শুনানি কিংবা এসআইআর নিয়ে কারওর মনে কোনও দ্বিধা থাকলে জেলাশাসক, বিডিওর অফিসে যান। নিজেদের অভিযোগ জানান।’ এদিকে বঙ্গজুড়ে সেই এসআইআর ঘিরে ভিন্ন ছবি। প্রতিবাদের নামে চলছে তাণ্ডব।
Latest Videos

