AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISRO-র এবারের লক্ষ্য শুক্র, ২০২৮ সালে লঞ্চ হবে Venus Orbiter Mission

ISRO-র এবারের লক্ষ্য শুক্র, ২০২৮ সালে লঞ্চ হবে Venus Orbiter Mission

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Nov 28, 2025 | 12:22 PM

Share

Indian Space Research Organisation, Venus Orbiter Mission: এবারে ইসরো টার্গেট নিয়েছে শুক্র গ্রহে যাওয়ার। একই সঙ্গে মঙ্গলে দ্বিতীয় মিশনের পরিকল্পনাও করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। জানা গিয়েছে ২০২৮ সালে লঞ্চ হবে ইসরোর ভেনাস অরবিটার মিশন।

চাঁদে যাওয়া এখন জলভাত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এবার লক্ষ্য ডিপ স্পেস। আর সেই লক্ষ্যকেই বাস্তবায়িত করার দিকে এগোচ্ছে এই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবারে ইসরো টার্গেট নিয়েছে শুক্র গ্রহে যাওয়ার। একই সঙ্গে মঙ্গলে দ্বিতীয় মিশনের পরিকল্পনাও করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। জানা গিয়েছে ২০২৮ সালে লঞ্চ হবে ইসরোর ভেনাস অরবিটার মিশন।

পরিকল্পনা সেই প্রথম মঙ্গল মিশনের মতোই। শুক্র গ্রহকে ঘিরে পাক খেতে খেতে আমাদের দেশের তৈরি কৃত্রিম উপগ্রহ খুঁজে নিয়ে আসবে অনেক নতুন তথ্য। আর এদিকে, প্রথম অভিযানের ১২ বছর পর দ্বিতীয় মঙ্গল অভিযানের কথা ঘোষণা করেছে ইসরো।

Published on: Nov 28, 2025 12:22 PM