মায়ের সঙ্গে বয়সের পার্থক্য ১৫ বছর, অমর্ত্য সেনের প্রতীচীতে BLO
কমিশন সূত্রের খবর, অমর্ত্য সেনের মায়ের সঙ্গে বয়েসের পার্থক্য ১৫ বছর। তাই ডাকা হয়েছে লজিকাল ডিস্ক্রিপেন্সি হিসাবে। বুধবার সকালেই বোলপুরের শান্তিনিকেতনে অমর্ত্য সেনের প্রতিচী বাড়িতে আসেন বিএলও শ্যামাব্রত মুখোপাধ্যায় ।
নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের সভা থেকে দাবি করেছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের সূত্র বলছে, অমর্ত্যের পূরণ করা এসআইআর ফর্মে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত ভুল রয়েছে। কমিশন সূত্রের খবর, অমর্ত্য সেনের মায়ের সঙ্গে বয়েসের পার্থক্য ১৫ বছর। তাই ডাকা হয়েছে লজিকাল ডিস্ক্রিপেন্সি হিসাবে। বুধবার সকালেই বোলপুরের শান্তিনিকেতনে অমর্ত্য সেনের প্রতিচী বাড়িতে আসেন বিএলও শ্যামাব্রত মুখোপাধ্যায় । যদিও অমর্ত্য সেন বর্তমানে এই বাড়িতে নেই। এসআইআর-এর নোটিস দেওয়া হচ্ছে তাঁর বাড়িতে।
Latest Videos

