Amartya Sen: নামের বানান ভুল, অর্মত্য সেনকেও শুনানির নোটিস
দীপক অধিকারী (দেব), লাবণী সরকারের মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীদের এসআইআর-এর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও ক্রিকেটার মহম্মদ শামিকে শুনানির নোটিস পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছিল। আজ কমিশন সূত্রে জানা গিয়েছে, কাগজ দেখাতে হবে অর্মত্য সেনকেও।
নোবেল জয়ী অর্মত্য সেনকেও এসআইআর-এর নোটিস পাঠানো হয়েছে। সোমবার এক কাউন্সিলর দাবি করেছিলেন দীপক অধিকারী (দেব), লাবণী সরকারের মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীদের এসআইআর-এর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও ক্রিকেটার মহম্মদ শামিকে শুনানির নোটিস পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছিল। আজ কমিশন সূত্রে জানা গিয়েছে, কাগজ দেখাতে হবে অর্মত্য সেনকেও।
Latest Videos
মালদহে বন্ধ হয়ে গেল উন্নয়নের পাঁচালির প্রচার, কারণ ঘিরে অস্বস্তিতে TMC
ছাব্বিশে তৃণমূলের টার্গেট বেঁধে দিলেন অভিষেক, বার্তা দিলেন কেষ্টদেরও
শুভেন্দুর জেলায় তৃণমূলের 'অস্ত্র'-ই কি হাতিয়ার হবে বিজেপির?
ভোটের আগে এগরায় কী চলছে তৃণমূলে? চিন্তা বাড়ল শাসকদলের
