Sajal Ghosh: ‘উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন…’, ভোটের আগেই ‘ফলাফল ঘোষণা’ সজলের
Sajal Ghosh on Humayun Kabir: হুমায়ুন আবার তৃণমূলে সঙ্গে হাঁটবে বলেই মত তাঁর। পাশাপাশি, যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন। তা হলে উপমুখ্যমন্ত্রী, যে পদে আপাতত বাংলায় কেউ নেই। সেটা যাবে ভরতপুরের ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের থলিতে। কিন্তু কেন এই তত্ত্ব দিলেন সজল?
কলকাতা: দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন। এই আবহে বড় কথা বলে দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। হুমায়ুন আবার তৃণমূলে সঙ্গে হাঁটবে বলেই মত তাঁর। পাশাপাশি, যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন। তা হলে উপমুখ্যমন্ত্রী, যে পদে আপাতত বাংলায় কেউ নেই। সেটা যাবে ভরতপুরের ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের থলিতে। কিন্তু কেন এই তত্ত্ব দিলেন সজল?
বিজেপি নেতার কথায়, ‘আসলে হুমায়ুনকে দিয়ে উনি সংখ্যালঘু ভোটটা একত্রিত করছিলেন। আর ভোটের পর জামাই আদর করে টেনে নেবে। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় বসলে, উপমুখ্যমন্ত্রী পদে বসবেন হুমায়ুন কবীর।’
Latest Videos

