ISL করতে অবশেষে নড়েচড়ে বসল AIFF
ISL: গভীর সঙ্কটে ভারতীয় ফুটবল, বন্ধ দেশের প্রধান ফুটবল লিগ। ভারতীয় ফুটবলকে বাঁচাতে ভিডিয়ো বার্তায় আর্জি সুনীল ছেত্রীদের। ২৪ ঘণ্টার মধ্যেই টনক নড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF), যার ফলে দীর্ঘ টালবাহানা কাটিয়ে আইএসএল আয়োজনে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।
ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান ও গুরপ্রীত সিং সান্ধুদের সরাসরি ফিফার দ্বারস্থ হওয়ার ঘটনাটি বড়সড় প্রভাব ফেলেছে। ফুটবলারদের এই কড়া অবস্থানের ২৪ ঘণ্টার মধ্যেই টনক নড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF), যার ফলে দীর্ঘ টালবাহানা কাটিয়ে আইএসএল আয়োজনে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। জট কাটাতে এবার ২০ বছরের দীর্ঘমেয়াদি রোডম্যাপের পাশাপাশি এ বছরের লিগ শুরুর জন্য নতুন রূপরেখা ও কঠোর অবস্থান স্পষ্ট করেছে ফেডারেশন।

