Beldanga Chaos: বেলডাঙার অশান্তিতে নেতৃত্ব দেওয়া মতিউরকে গ্রেফতার করল পুলিশ
Beldanga Chaos News: পুলিশের জালে ধৃত মতিউর রহমান মিমের নেতা। শনিবার নতুন করে বেলডাঙায় অশান্তি ছড়ানোর ঘটনায় তাঁকেই নেতৃত্ব প্রদানকারী হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। দাগিয়েছে কার্যত মূলচক্রী বলে। এদিন বড়ুয়া মোড় থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
বেলডাঙার ঘটনায় একদিনে গ্রেফতার ৩০। সাংবাদিক বৈঠক করে জানালেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। তারপরেই ভোটের বাংলায় প্রশ্নের মুখে মিম। জানা গিয়েছে, পুলিশের জালে ধৃত মতিউর রহমান মিমের নেতা। শনিবার নতুন করে বেলডাঙায় অশান্তি ছড়ানোর ঘটনায় তাঁকেই নেতৃত্ব প্রদানকারী হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। দাগিয়েছে কার্যত মূলচক্রী বলে। এদিন বড়ুয়া মোড় থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
কী কী অভিযোগ আনা হয়েছে মতিউরের বিরুদ্ধে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর, মারধরের অভিযোগে মতিউরের মামলা রুজু করা হয়েছে। একাধিক ভিডিয়ো ধরে তাঁকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা।
Published on: Jan 18, 2026 11:35 PM
Latest Videos

