Aishwarya Rai Bachchan: অম্বানির বিয়েতে এ কী হল, আশেপাশে কোথাও নেই ঐশ্বর্যা!

Aishwarya Rai Bachchan: অম্বানির বিয়েতে এ কী হল, আশেপাশে কোথাও নেই ঐশ্বর্যা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 13, 2024 | 11:35 PM

আম্বানিদের বাড়িতে আলাদা-আলাদা গেলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং বচ্চন পরিবার। বিয়েবাড়িতে মেয়ে আরাধ্যাকে নিয়েই থাকতে দেখা যায় ঐশ্বর্যকে। তাঁর একসঙ্গে ছবিও তোলেননি। এই ঘটনার পর ঐশ্বর্য-অভিষেকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ফের শুরু হয়েছে। নেটিজ়েনরা বলছেন, "তা হলে কি বিবাহবিচ্ছেদ চূড়ান্ত।"

বিয়েবাড়িতে আলাদা বসলেন ঐশ্বর্য-অভিষেক?
আম্বানিদের বাড়িতে আলাদা-আলাদা গেলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং বচ্চন পরিবার। বিয়েবাড়িতে মেয়ে আরাধ্যাকে নিয়েই থাকতে দেখা যায় ঐশ্বর্যকে। তাঁর একসঙ্গে ছবিও তোলেননি। এই ঘটনার পর ঐশ্বর্য-অভিষেকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ফের শুরু হয়েছে। নেটিজ়েনরা বলছেন, “তা হলে কি বিবাহবিচ্ছেদ চূড়ান্ত।”

অতিথিদের নমস্কার শাহরুখের
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে হাত জোড় করে অতিথি আপ্যায়ন করতে দেখা যায় শাহরুখ খানকে। অমিতাভের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। রজনীকান্তকে দেখে নতজানু হলেন। ফের শাহরুখের বিনয়ী মূর্তি দেখে মুগ্ধ নেটিজ়েনরা।

সঞ্জয়ের নতুন ছবি
‘হাউজ়ফুল’ ফ্র্যাঞ্চাইজ়ি ছবির ৫ নম্বর ছবি তৈরি হচ্ছে। তাতে অভিনয় করবেন সঞ্জয় দত্ত। বিষয়টিতে দারুণ উচ্ছ্বসিত প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি বলেছেন, “সঞ্জয় ভীষণই ভাল একজন মানুষ। এটাই তাঁর অন্যতম গুণ।”

বিয়েবাড়িতে কার বাহুডোরে অনন্যা
অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে নাকি বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী অনন্যা পাণ্ডের। তেমনই খবর বলি অন্দরে। এই গুঞ্জনের মাঝেই আম্বানিদের বিয়েতে একজনের হাত ধরে ঘুরতে দেখা গেল অনন্যাকে। ভাইরাল হয়েছে ভিডিয়ো। নেটিজ়েনরা বলছেন, সেই ব্যক্তির তাঁর নাম ওয়াকার ব্ল্যাঙ্কো। তবে এ কেবলই অনুমান।
দেশ ছাড়লেন প্রিয়াঙ্কা
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে বরযাত্রীতে নাচতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। উপস্থিত ছিলেন তাঁর স্বামী নিক জোনাসও। বিয়েবাড়ি মিটতেই মুম্বই ছাড়লেন প্রিয়াঙ্কা। বিমানবন্দরে পাপারাৎজ়িদের দেখে একগাল হেসেছেন পিগি চপস।

ঐশ্বর্যাকে খোঁচা খোদ অমিতাভের?
অম্বানিদের জাকজমকপূর্ণ অনুষ্ঠান কাটিয়েছেন সদ্য। সেই অনুষ্ঠানে তাঁর পাশে দেখা যায়নি তাঁর আদরের বৌমা ঐশ্বর্যা রাই বচ্চনকে। খারাপ লেগেছে বিগ-বির? পরিবারের বাকিরা উপস্থিত থাকলেও মেয়েকে নিয়ে ঐশ্বর্যা আসেন আলাদা! সেই কারণেই কি খানিক অভিমানি শেহনশাহ? ফিরে এসেই নিজের ব্লগে মন উজাড় করে লিখলেন সবকিছুই। একই সঙ্গে দিলেন ঐশ্বর্যাকে খোঁচাও?

নিক জোনাসকে সজোরে ধাক্কা
অম্বানির বিয়েতে হলুদ রঙের লেহেঙ্গায় নিজেকে মুড়ে স্বামী নিক জোনাসের সঙ্গে ‘চিকনি চামেলি’ গানে নাচ করছিলেন প্রিয়াঙ্কা। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, নৃত্যরত নিককে আচমকাই পিছন থেকে এক ধাক্কা দেন অভিনেত্রী অনন্যা পান্ডে। সামনের সারিতে এসে নাচ করাই ছিল তাঁর উদ্দেশ্য। ভিডিয়ো সাক্ষী, ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না নিক। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান তিনি।

ঐশ্বর্যাকে দেখেই ছুটে এলেন রেখা
বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে, তাতে কী? ঐশ্বর্যাকে দেখতে পেয়েই ছুটে এলেন রেখা। দু’জনের পোশাকেও ছিল বেশ মিল। ঐশ্বর্যাকে দেখতে পেয়েই জাপটে ধরলেন তিনি। খেলেন চুমুও। ভিডিয়োর ক্লাইম্যাক্স এখানেই নয়। সঙ্গে ছিলেন আরাধ্যা বচ্চনও। ওই একরত্তিকেও পরম মায়ায় জড়িয়ে ধরতে দেখা গেল তাঁকে। শুধু কি তাই? পাল্টা ভালবাসা ফিরিয়ে দিলেন আরাধ্যাও।

বাংলাদেশে শাশ্বত
বাংলাদেশের সিরিজ়ে শাশ্বত চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, সম্প্রতি ও পার বাংলায় শুটিং সেরে কলকাতায় ফিরেছেন অভিনেতা। সম্পর্ক আর রহস্যের মিশেলে তৈরি এই সিরিজ়, নাম ‘গুলমোহর’। পরিচালনায় ‘কারাগার’ সিরিজ়-খ্যাত সৈয়দ আহমেদ শাওকী। খবর, মাস দুয়েকের মধ্যে বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পাবে ‘গুলমোহর’।