AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমেরিকায় বিক্রি হবে Made in India iPhone

আমেরিকায় বিক্রি হবে Made in India iPhone

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Aug 26, 2025 | 5:31 PM

Share

সামনের মাসেই বাজারে আসছে আইফোন-১৭। মার্কিনিদের কাছে আইফোন মানেই এক বিশেষ আবেগ। তাই নতুন মডেলের জন্য অপেক্ষায় রয়েছেন সেখানকার গ্রাহকরা। হোয়াইট হাউসের ওভাল অফিসের কর্মীদের হাতেও শিগগির দেখা যাবে অ্যাপলের এই নতুন ফোন। তবে এই খবর ভালভাবে নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। কারণ, আইফোন–১৭ পুরোপুরি ‘মেড ইন ইন্ডিয়া’। অ্যাপলের সিইও টিম কুককে আগেই ট্রাম্প হুমকি দিয়েছিলেন, […]

সামনের মাসেই বাজারে আসছে আইফোন-১৭। মার্কিনিদের কাছে আইফোন মানেই এক বিশেষ আবেগ। তাই নতুন মডেলের জন্য অপেক্ষায় রয়েছেন সেখানকার গ্রাহকরা। হোয়াইট হাউসের ওভাল অফিসের কর্মীদের হাতেও শিগগির দেখা যাবে অ্যাপলের এই নতুন ফোন। তবে এই খবর ভালভাবে নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। কারণ, আইফোন–১৭ পুরোপুরি ‘মেড ইন ইন্ডিয়া’।

অ্যাপলের সিইও টিম কুককে আগেই ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ভারত থেকে কারখানা সরাতেই হবে। কিন্তু ট্রাম্পকে পাত্তা না দিয়ে উল্টে ভারতে আরও দু’টি প্রোডাকশন ইউনিট খুলেছে অ্যাপল। বর্তমানে দেশে মোট পাঁচটি প্ল্যান্ট চালু আছে। তামিলনাড়ুর হোসুরে টাটা গ্রুপ চালাচ্ছে একটি বড় কারখানা। বেঙ্গালুরুতে তাইওয়ানের সংস্থা ফক্সকনের প্ল্যান্টেই তৈরি হচ্ছে নতুন আইফোন।

শুধু তাই নয়, আগামী দিনে আরও উৎপাদন ইউনিট ভারতে গড়ে তোলা হবে। চুক্তি হয়ে গিয়েছে টাটা গ্রুপের সঙ্গেই। বিশেষত্ব হল, এর আগে অ্যাপল কখনও কোনও মডেলের সব ভ্যারিয়েন্ট একসঙ্গে বিদেশে তৈরি করেনি। এমনকি চিনেও নয়। ভারতই প্রথম দেশ যেখানে আইফোন–১৭-এর টপ মডেল–সহ সব সংস্করণ তৈরি হচ্ছে।

চিন থেকে ধীরে ধীরে উৎপাদন সরিয়ে আনছে অ্যাপল। বেঙ্গালুরুর ফক্সকন কারখানায় বর্তমানে বহু চিনা ইঞ্জিনিয়ার কাজ করছেন। চিন সরকার তাঁদের দেশে ফিরতে বললেও কর্মীরা স্বেচ্ছায় না ফিরলে ফক্সকনের কোনও ক্ষতি করতে পারবে না। যদিও ফোন তৈরি হচ্ছে ভারতে, তবুও আপাতত অ্যাপলকে ট্রাম্পের ৫০ শতাংশ আমদানি শুল্ক দিতে হচ্ছে না। টিম কুক প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে আমেরিকায় বড়সড় বিনিয়োগ করবে অ্যাপল। তার ফলেই ছাড় মেলেছে। ফলে, মার্কিন গ্রাহকরা ন্যায্য মূল্যেf হাতে পাচ্ছেন একেবারে ভারতীয় আইফোন।