AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'বাংলার দুঃখ'-কে দুঃখী করছে বালি পাচারকারীরা, গানে গানে প্রতিবাদ

‘বাংলার দুঃখ’-কে দুঃখী করছে বালি পাচারকারীরা, গানে গানে প্রতিবাদ

Chandra Shekhar Chatterjee

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Jan 20, 2026 | 4:40 PM

Share

'বাংলার দুঃখ' বলা হয় দামোদর নদকে। সেই দামোদরকেই দুঃখী করে দিচ্ছে বালি পাচারকারীরা। শুধু তাই নয়, যে দামোদর খাওয়ার জল জোগায়, যার ভরসায় চাষবাস হয়, তার জলই বিষিয়ে দেওয়া হচ্ছে বর্জ্য ফেলে। বছরভর বালি লুটে 'বাংলার দুঃখ'-কে আরও দুঃখী করে তুলছে বালি পাচারকারীরা। তারই বিরুদ্ধে সরব হলেন সাধারণ মানুষ। সংক্রান্তির মেলাতেও বালি পাচারের বিরুদ্ধে মিছিল। গানে গানে দামোদর বাঁচানোর ডাক। কুলটির মানিকেশ্বর পর্যটন কেন্দ্রে অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে এতদিন বিরোধীরা সরব ছিলেন। বালি ঘাটে প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন তাঁরা। এবার সাংস্কৃতিক আন্দোলনে নামল সামাজিক সংগঠনগুলি। মকর সংক্রান্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে লোকগান। কেন্দুলি মেলায় বাউল উৎসবে লোকগানে মজে থাকে মানুষ। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মানিকেশ্বর মন্দির সংলগ্ন দামোদর মন্দিরে হাজার হাজার মানুষ জমা হয় পুণ্যস্নানে। সেখানে লোকগানের মাধ্যমে দামোদরকে বাঁচানোর বার্তা দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সাধারণ মানুষকে লোকগানের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা। পিকনিকের আমেজ আর ডিজের আওয়াজকে ছাপিয়ে গেল অবৈধ বালি পাচারের বিরুদ্ধে প্রতিবাদ আর দামোদর বাঁচানোর গান।

‘বাংলার দুঃখ’ বলা হয় দামোদর নদকে। সেই দামোদরকেই দুঃখী করে দিচ্ছে বালি পাচারকারীরা। শুধু তাই নয়, যে দামোদর খাওয়ার জল জোগায়, যার ভরসায় চাষবাস হয়, তার জলই বিষিয়ে দেওয়া হচ্ছে বর্জ্য ফেলে। বছরভর বালি লুটে ‘বাংলার দুঃখ’-কে আরও দুঃখী করে তুলছে বালি পাচারকারীরা। তারই বিরুদ্ধে সরব হলেন সাধারণ মানুষ। সংক্রান্তির মেলাতেও বালি পাচারের বিরুদ্ধে মিছিল। গানে গানে দামোদর বাঁচানোর ডাক। কুলটির মানিকেশ্বর পর্যটন কেন্দ্রে অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে এতদিন বিরোধীরা সরব ছিলেন। বালি ঘাটে প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন তাঁরা। এবার সাংস্কৃতিক আন্দোলনে নামল সামাজিক সংগঠনগুলি। মকর সংক্রান্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে লোকগান। কেন্দুলি মেলায় বাউল উৎসবে লোকগানে মজে থাকে মানুষ। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মানিকেশ্বর মন্দির সংলগ্ন দামোদর মন্দিরে হাজার হাজার মানুষ জমা হয় পুণ্যস্নানে। সেখানে লোকগানের মাধ্যমে দামোদরকে বাঁচানোর বার্তা দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সাধারণ মানুষকে লোকগানের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা। পিকনিকের আমেজ আর ডিজের আওয়াজকে ছাপিয়ে গেল অবৈধ বালি পাচারের বিরুদ্ধে প্রতিবাদ আর দামোদর বাঁচানোর গান।