ভেনেজুয়েলা নিয়ে কী ছক ট্রাম্পের?
ভেনেজ়ুয়েলায় অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে কার্যত অপহরণ করে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করেছেন, আমেরিকাই ভেনেজ়ুয়েলাকে চালাবে। এরপরই শোরগোল। বিতর্ক শুরু হতেই ময়দানে নামলেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সাফাই দিয়ে জানালেন, ওয়াশিংটন কোনও প্রশাসনিক ভূমিকা পালন করবে না। ইতিমধ্যে ভেনেজ়ুয়েলার একাধিক তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করেছে আমেরিকা। যতক্ষণ না ভেনেজ়ুয়েলায় পরিবর্তন দেখছেন, ততক্ষণ পর্যন্ত এই ট্যাঙ্কার আটকে রাখা হবে বলেই জানিয়েছেন মার্কো রুবিও। ট্রাম্পের ঘোষণাকে ভাল চোখে দেখেনি ভারত, রাশিয়া সহ একাধিক দেশ। বিতর্ক যাতে আর না বাড়ে, তার জন্য সাফাই দিয়ে মার্কিন স্টেট সেক্রেটারি বললেন, সরাসরি ভেনেজ়ুয়েলার নিয়ন্ত্রণ নিচ্ছে না আমেরিকা। বরং আমেরিকা ভেনেজ়ুয়েলার তেলের ট্যাঙ্কারের উপরে আরও নিষেধাজ্ঞা এবং বাজেয়াপ্ত করবে।
ভেনেজ়ুয়েলায় অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে কার্যত অপহরণ করে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করেছেন, আমেরিকাই ভেনেজ়ুয়েলাকে চালাবে। এরপরই শোরগোল। বিতর্ক শুরু হতেই ময়দানে নামলেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সাফাই দিয়ে জানালেন, ওয়াশিংটন কোনও প্রশাসনিক ভূমিকা পালন করবে না। ইতিমধ্যে ভেনেজ়ুয়েলার একাধিক তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করেছে আমেরিকা। যতক্ষণ না ভেনেজ়ুয়েলায় পরিবর্তন দেখছেন, ততক্ষণ পর্যন্ত এই ট্যাঙ্কার আটকে রাখা হবে বলেই জানিয়েছেন মার্কো রুবিও। ট্রাম্পের ঘোষণাকে ভাল চোখে দেখেনি ভারত, রাশিয়া সহ একাধিক দেশ। বিতর্ক যাতে আর না বাড়ে, তার জন্য সাফাই দিয়ে মার্কিন স্টেট সেক্রেটারি বললেন, সরাসরি ভেনেজ়ুয়েলার নিয়ন্ত্রণ নিচ্ছে না আমেরিকা। বরং আমেরিকা ভেনেজ়ুয়েলার তেলের ট্যাঙ্কারের উপরে আরও নিষেধাজ্ঞা এবং বাজেয়াপ্ত করবে।
মালদহে বন্ধ হয়ে গেল উন্নয়নের পাঁচালির প্রচার, কারণ ঘিরে অস্বস্তিতে TMC
ছাব্বিশে তৃণমূলের টার্গেট বেঁধে দিলেন অভিষেক, বার্তা দিলেন কেষ্টদেরও
শুভেন্দুর জেলায় তৃণমূলের 'অস্ত্র'-ই কি হাতিয়ার হবে বিজেপির?
ভোটের আগে এগরায় কী চলছে তৃণমূলে? চিন্তা বাড়ল শাসকদলের

