America News: গোপনে মেয়র লাস্যময়ী, ধরা পড়তেই ...

America News: গোপনে মেয়র লাস্যময়ী, ধরা পড়তেই …

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 25, 2023 | 5:37 PM

America news: আমেরিকার ছোট্ট শহর স্মিথ স্টেশনের মেয়র এফএল কোপল্যান্ড। স্থানীয় গির্জার যাজকও ছিলেন তিনি। পোশাক পরিবর্তন করে তিনি হয়ে উঠতেন রূপান্তরিত লাস্যময়ী এক মহিলা।

আমেরিকার ছোট্ট শহর স্মিথ স্টেশনের মেয়র এফএল কোপল্যান্ড। স্থানীয় গির্জার যাজকও ছিলেন তিনি। পোশাক পরিবর্তন করে তিনি হয়ে উঠতেন রূপান্তরিত লাস্যময়ী এক মহিলা। ব্রিটনি ব্লেয়ার সামারলিন নামে তিনি সেসব ছবি পোস্ট করতেন সোশাল মিডিয়ায়। গোপনেই চলছিল এই সমস্ত সোশাল মিডিয়া পোস্ট। স্থানীয় একটি নিউজ ব্লগ এই খবর জানতে পেরে মেয়রের ব্যক্তিগত জীবন প্রকাশে আনে। ওই ব্লগ দাবি করে মেয়র রূপান্তরকামীদের রাসায়নিক পরিবর্তনে উৎসাহ দিতেন। ওই সংবাদ মাধ্যমকে মেয়র অনুরোধ করেন এই খবর প্রকাশ না করতে। কিন্তু তারা শোনে না। তারপর থেকে উপহাস আর টিটকিরির সম্মুখীন হতে থাকেন কোপল্যান্ড। চার্চ এই আচরণকে ‘বাইবেল বহির্ভূত আখ্যা দেয়’। রিপাবলিকান দলের সদস্য হওয়ায় কোপল্যান্ডের ওপর চাপ বাড়তে থাকে। অনলাইন এক বক্তৃতায় মেয়র জানান নিজের স্ত্রীর সঙ্গে মশকরা করতে বাড়িতেই ছবিগুলি তোলেন তিনি। পারিপার্শ্বিকের চাপের কাছে নতি স্বীকার করে নিজের বন্দুকের গুলিতে আত্মঘাতী হন কোপল্যান্ড।