Shoaib Akhtar: ১০০ বছরের বৃদ্ধের, বলের গতি ১০০!
Bowler Viral Video: পাকিস্তান তথা বিশ্বের পেস বোলিং কিংবদন্তিকেই চমকে দিলেন এক ১০০ বছরের বৃদ্ধ। ওই বৃদ্ধের বোলিং অ্যাকশন দেখলে শোয়েবের কথা মনে পড়ে যাবে নিশ্চিতভাবে।
বিশ্বের সাড়া জাগানো ফাস্ট বোলারদের মধ্যে একজন হলেন পাকিস্তানের শোয়েব আখতার। বিশ্বের দ্রুততম বল করার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। ১৬১.৩ কিমি প্রতি ঘণ্টায় শোয়েবের বিশ্ব রেকর্ড এখনও ভাঙতে পারেননি কেউ। পাকিস্তান তথা বিশ্বের পেস বোলিং কিংবদন্তিকেই চমকে দিলেন এক ১০০ বছরের বৃদ্ধ। ওই বৃদ্ধের বোলিং অ্যাকশন দেখলে শোয়েবের কথা মনে পড়ে যাবে নিশ্চিতভাবে। স্লো মো ভিডিয়োটিতে দেখা যাচ্ছে দৌড়ে এসে শোয়েবের ভঙ্গীতে বল ছুঁড়ছেন ওই বৃদ্ধ। ইন্টারনেটের দৌলতে ভিডিয়ো ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের কাছে। একজন ১০০ বছরের বৃদ্ধ তাঁরই কায়দায় ঘণ্টায় ১০০ মাইল গতিতে বল করছেন,দেখেই হতবাক শোয়েব। ওই বৃদ্ধের সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি। ভিডিয়োটি নিজের টুইটার অ্যাকাউন্টে শোয়েব লিখেছেন,’আরে বাহ। ১০০ বছরে প্রতি ঘণ্টায় ১০০ মাইল গতি। ওনার সঙ্গে দেখা করতে চাই। কেউ খুঁজে দিন’।