এই ছাইয়ের সরালেই কি বেরবে আরও গলে যাওয়া লাশ?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 27, 2026 | 8:16 PM

ভিতরে এখনও অন্ততপক্ষে ২৫ জন আটকে থাকার সম্ভাবনা রয়েছে। নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে। পরিবারের লোক হন্যে হয়ে খুঁজছে প্রিয়জনকে। রবিবার রাত ১ টার পর আগুন লাগে গুদামে। রাতে সেসময়ে গোডাউনের মধ্যে অন্ততপক্ষে ৩০ জন ছিলেন বলে মনে করা হচ্ছে। কয়েকজন বেরিয়ে আসতে পেরেছিলেন।

প্রায় ৪৮ ঘণ্টা পার হতে চলেছে, এখনও পর্যন্ত গোডাউনের ভিতর জ্বলছে আগুন। উদ্ধার হয়েছে তিনটে পোড়া কঙ্কাল-সহ ৮ জনের ঝলসে যাওয়া দগ্ধ দেহাংশ! ঘটনার ভয়াবহতা কাঁপিয়ে দিয়েছে গোটা শহরকে। প্রশ্ন উঠছে, মৃতের সংখ্যা কি আরও বাড়তে পারে। আগুনের তাপে যেভাবে লোহা বেঁকে গিয়েছে, তাতে কতজনের পক্ষে বেঁচে থাকা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিতরে এখনও অন্ততপক্ষে ২৫ জন আটকে থাকার সম্ভাবনা রয়েছে। নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে। পরিবারের লোক হন্যে হয়ে খুঁজছে প্রিয়জনকে। রবিবার রাত ১ টার পর আগুন লাগে গুদামে। রাতে সেসময়ে গোডাউনের মধ্যে অন্ততপক্ষে ৩০ জন ছিলেন বলে মনে করা হচ্ছে। কয়েকজন বেরিয়ে আসতে পেরেছিলেন।