Ancient Shoe: কবে আবিষ্কার হয়েছিল জুতোর? বিজ্ঞানের নতুন আবিষ্কারে চমকে উঠবেন আপনিও

Ancient Shoe: কবে আবিষ্কার হয়েছিল জুতোর? বিজ্ঞানের নতুন আবিষ্কারে চমকে উঠবেন আপনিও

Nandan Paul

|

Updated on: Dec 08, 2023 | 8:50 PM

When were the Shoes Invented: জুতো আবিষ্কার। বাংলা সাহিত্যে এক জনপ্রিয় গল্প। কিন্তু জানেন কী জুতো কবে আবিষ্কার হয়েছিল পৃথিবীতে? আপনি যা জানেন, এই খবরের পর তা বদলে যাবে। কারণ, আবিষ্কারে উঠে এসেছে নতুন তথ্য। সেটা কী?

জুতো আবিষ্কার হয় মধ্য প্রস্তর যুগে? সাম্প্রতিক একটি গবেষণা তেমন কথাই বলছে। আজ থেকে প্রায় দেড় লক্ষ বছর আগে মানুষ নাকি জুতো পরত! দক্ষিণ আফ্রিকার কেপ উপকূলের ৩টি প্যালিওসারফেস জীবাশ্ম নিয়ে গবেষণা এনেছে নতুন এক তথ্য। বদলে দিয়েছে মধ্যয় প্রস্তর যুগ সম্পর্কে মানুষের ধ্যান ধারণা।

ইকনোলজির ভিত্তিতে তৈরি একটি জার্নালে প্রকাশিত হয়েছে সেই গবেষণা। গবেষকরা বলছেন ওই সময় কেপ উপকূলের শিলা স্তর ছিল খুবই তীক্ষ্ণ। তাই চলাফেরা করতে মানুষ কিছু না কিছু পায়ে পরত। পায়ের সেই আবরণ হতে পারে আধুনিক জুতোর মতো নয়। মধ্যয় প্রস্তর যুগের সেই জুতো ছিল অনেকটা ফ্লিপফ্লপ জাতীয়।

মানুষের যাতায়াতের জীবাশ্ম ট্র্যাক নিয়ে গবেষণায় দেখা গেছে ওই রাস্তায় মানুষের পায়ের ছাপ নেই। এর আগে ধারণা ছিল মানুষ জুতো পরা শুরু করে আজ থেকে ৬০০০ বছর আগে।