AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal News: 'অনুব্রত মণ্ডল তোলাবাজ', ব্যবসায়ীর থেকে হাতিয়েছেন ৫ কোটি টাকা, ফোর্ড গাড়ি

Anubrata Mondal News: ‘অনুব্রত মণ্ডল তোলাবাজ’, ব্যবসায়ীর থেকে হাতিয়েছেন ৫ কোটি টাকা, ফোর্ড গাড়ি

আসাদ মল্লিক

|

Updated on: Aug 20, 2022 | 2:23 PM

Share

Anubrata Mondal: ব্যবসায়ীর অভিযোগ, ২০১৮ সালে অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে গিয়ে সায়গল হোসেনের হাতে দেড় কোটি টাকার ব্যাগ তুলে দিয়েছিলেন তিনি। পরে অগস্টেও দিয়েছিলেন ২ কোটি!

বোলপুর: অনুব্রত মণ্ডল তোলাবাজ, বিস্ফোরক অভিযোগ সাঁইথিয়ার ব্যবসায়ী অরূপরতন ভট্টাচার্যের। তাঁর অভিযোগ, “তিলপাড়া ব্যারেজ সংস্কারের সরকারি বরাদ পেতে তোলা দিতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে।” TV9 বাংলার ক্যামেরায় সাঁইথিয়ার ব্যবসায়ী জানিয়েছেন, সরকারি বরাদ পেতে ১০ কোটি টাকা তোলা চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, ৫ কোটি ৬৩ লক্ষ টাকা সহ একটি ফোর্ড গাড়ি দেওয়ার পরও যেহেতু অনুব্রতর ১০ কোটি টাকার দাবি পূরণ করতে পারেননি, তাই মাঝ পথেই হাতছাড়া হয়েছিল সেই বরাদও।

সরকারি নথি অনুযায়ী, ২০১৮ সালে তিলপাড়া জলাধার সংস্কারের বরাদ পেয়েছিল অরূপরতন ভট্টাচার্যের সংস্থা লোকনাথ অটোমোবাইল। তবে সেবছরই নভেম্বরে তা বাতিল হয়ে যায়। কারণ, লোকনাথ অটোমোবাই সংস্থার বিরুদ্ধে মহম্মদ বাজার থানায় অবৈধভাবে বালি তোলার অভিযোগ দায়ের হয়। যদিও পরবর্তীতে জেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হয়ে যায়, সেই অভিযোগ আসলে অসত্য।

অরূপরতন ভট্টাচার্যের অভিযোগ, ২০১৮ সালের ২১ মার্চ অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে গিয়ে সায়গল হোসেনের হাতে দেড় কোটি টাকার ব্যাগ তুলে দিয়েছিলেন তিনি। পরে অগস্টেও দিয়েছিলেন ২ কোটি টাকা। তবে ১০ কোটি টাকা না দিতে পারায় নভেম্বরে তিলপাড়া ব্যারেজ সংস্কারের বরাদ হাতছাড়া হয় লোকনাথ অটোমোবাইলসের। অরূপরতন ভট্টাচার্যের আরও অভিযোগ, বরাদের জন্য জেলা পরিষদে ৮২ লক্ষ টাকাও তিনি দিয়েছিলেন। সেই টাকার কিছুটা এখনও ফেরত পাননি তিনি।