Arijit Singh: অরিজিতের সমালোচনায় অনুরাধা
অরিজিৎ সিংকে রীতিমতো তুলোধনা গায়িকা অনুরাধা পাড়োয়ালের। তাঁর গান নাকি ভয়ঙ্কর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তিনি। 'আজ ফির তুম পে প্যায়ার আয়া হ্যায়' গানটি অরিজিতের গলায় শুনে তিনি নাকি কেঁদে ফেলেন, আনন্দে নয়, আতঙ্কে! জানিয়েছেন গায়িকা।
মুখ্যমন্ত্রীকে চিঠি
৮ মে রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিন দু’য়েক আগেই সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তাও বাংলার সিনেমার হলে প্রদর্শিত হচ্ছে না এই ছবি। সিনেমাটি চালাতে গেলেই নাকি একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে হলমালিকদের। আসছে ‘বাধা’। ছবিটি যাতে বিনা বাধায় পশ্চিমবঙ্গে চলতে পারে, এবার সেই আবেদন নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলাচিঠি লিখলেন ইম্পার এক্সিবিটর বিভাগের চেয়ারপার্সন রতন সাহা যিনি একই সঙ্গে এই ছবিরও ডিস্ট্রিবিউটর।
অরিজিতের সমালোচনায় অনুরাধা
অরিজিৎ সিংকে রীতিমতো তুলোধনা গায়িকা অনুরাধা পাড়োয়ালের। তাঁর গান নাকি ভয়ঙ্কর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তিনি। ‘আজ ফির তুম পে প্যায়ার আয়া হ্যায়’ গানটি অরিজিতের গলায় শুনে তিনি নাকি কেঁদে ফেলেন, আনন্দে নয়, আতঙ্কে! জানিয়েছেন গায়িকা।
নোবেল আটক
ফের শিরোনামে বাংলাদেশের গায়ক নোবেল। প্রত্যাশিত ভাবেই নতুন এক বিতর্কের কেন্দ্রে তিনি। এবার প্রতারণার অভিযোগে তাঁকে আটক করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার মতিঝিল থানায় তাঁর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আর তার ভিত্তিতেই শনিবার ভোরে ডেমরা অঞ্চলে বাড়ি থেকে নোবেলকে আটক করে পুলিশ।
আয়ুষ্মানের বাবার শেষকৃত্য
বাবা পি খুরানার শেষকৃত্য সারলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা। পরনে সাদা পাঞ্জাবি, চোখে রোদ চশমা। দুই স্টারই বাবাকে দিলেন কাঁধ। শনিবার দুপুরেই মিটল সমস্ত কাজ। শোকের ছায়া বলিউডে।
ভিকির প্রেম
সম্প্রতি সারা আলি খানের সঙ্গে পরবর্তী ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন ভিকি কৌশল। তবে পাশে থাকলেন না অভিনেত্রী, দর্শক মহল থেকে প্রশ্ন এল– সারাকে মিস করছেন? উত্তরে তিনি জানালেন, খুব… আর স্ত্রী ক্যাটরিনাকে? লজ্জা পেয়ে ভিকির উত্তর,– সব সময়।
বাগদান সারলেন অনুরাগ কন্যা
সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। এবার জীবনের নতুন ইনিংস শুরু হল তাঁর। সেরে ফেললেন বাগদান। দীর্ঘ দিনের প্রেমিক শেন গ্রেগোয়ার সঙ্গে সম্প্রতি হল আংটিবদল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন আলিয়া।
সৌমিতৃষার ছুটি?
‘মিঠাই’ শেষ হওয়ার মুখে। এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিলেন নায়িকা সৌমিতৃষা কুন্ডু। প্রায় ১২ দিনের মতো ছুটিতে যাচ্ছেন তিনি। দেখা যাবে না সেটে। শোনা যাচ্ছে নেপথ্যে রয়েছে তাঁর শারীরিক অসুস্থতা।
বিদেশ ট্রিপে রচনা
ছেলেকে নিয়ে বিদেশ ট্রিপে রচনা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগেই পেয়েছিলেন পায়ে চোট। তারপরই বেশ কিছুটা বিরতিতে দিদি নম্বর ওয়ানের সঞ্চালক। পাড়ি দিলেন ইউরোপে। বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়লেন রচনা। সঙ্গে নিলেন ছেলেকেও।
কিলি পলের ভাইরাল নাচ
আসছে আবার ‘বিবাহ অভিযান’। যার প্রচারে ব্যস্ত ছবির স্টারকাস্টরা। এরই মাঝে সকলের নজর কাড়লেন কিলি পল। ওই ছবির টাইটেল ট্র্যাকের সঙ্গে নেচে তাক লাগিয়ে দিলেন এই ভাইরাল তারকা।