গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু, জামিন অযোগ্য কোন কোন ধারা দেওয়া হল?
Messi in Kolkata: এই ঘটনায় আর কে কে যুক্ত, একাধিক তথ্য প্রমাণ জোগাড়ের প্রয়োজনীয়তা রয়েছে। অপরদিকে শতদ্রুর আইনজীবী বলেছেন, কোনও ভাবে ১৪ দিনের হেফাজতের প্রয়োজন নেই। সেই দিন যেন কমানো হয়। কারণ শতদ্রু শুধু আয়োজক।
কলকাতা: যুবভারতীর ঘটনায় ধৃত শতদ্রুর দত্তের চোদ্দ দিনের পুলিশের হেফাজত। বিধাননগর আদালত এই নির্দেশ দিয়েছে। কোর্টে সরকারি আইনজীবী জানিয়েছেন, কোনও ভাবেই যাতে জামিন না দেওয়া হয়। কারণ, এই ঘটনায় আর কে কে যুক্ত, একাধিক তথ্য প্রমাণ জোগাড়ের প্রয়োজনীয়তা রয়েছে। অপরদিকে শতদ্রুর আইনজীবী বলেছেন, কোনও ভাবে ১৪ দিনের হেফাজতের প্রয়োজন নেই। সেই দিন যেন কমানো হয়। কারণ শতদ্রু শুধু আয়োজক। তিনি শুধু আয়োজন করেছিলেন অনুষ্ঠানের। অপরদিকে, রাজ্যের তরফে আইনজীবী অমিতাভ লাহাছ পাল্টা কোর্টে বলেন, “বিএনএস ৩/৫ সেকশন ৪৫, ৪৬ ধারা দেওয়া হয়েছে।”
Latest Videos

