Artemis Robot: মেসিকেও টেক্কা দেবে এই রোবট!
আর্টেমিসের বাড়ি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে। বিশ্বের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়টি ইউসিএলএ নামেই বেশি পরিচিত। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ফুটবল শেখাচ্ছেন আর্টেমিসকে। তাঁদের দাবি আর্টেমিস এখন মাঠে নামতে প্রস্তুত। জুলাইয়ে ফ্রান্সের বোর্দোতে রোবোকাপেই নিজের ফুটবলশৈলী দেখাতে নামবে আর্টেমিস
আর্টেমিস মানুষই নয়,কৃত্রিম বুদ্ধিমত্তার একটি রোবট। ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতা ও ৩৮ কিলোগ্রাম ওজন আর্টেমিসের। আর্টেমিসের বাড়ি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে। বিশ্বের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়টি ইউসিএলএ নামেই বেশি পরিচিত। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ফুটবল শেখাচ্ছেন আর্টেমিসকে। তাঁদের দাবি আর্টেমিস এখন মাঠে নামতে প্রস্তুত। জুলাইয়ে ফ্রান্সের বোর্দোতে রোবোকাপেই নিজের ফুটবলশৈলী দেখাতে নামবে আর্টেমিস। এই রোবট ফুটবলার লাথি ও ধাক্কা সামলে দাঁড়িয়ে থাকতে পারে। জোরে দৌড়াতেও পারা আর্টেমিসকে যে গুণটি অনন্য করেছে, সেটি হলো ফুটবলে লাথি মারার ক্ষমতা। হং জানিয়েছেন,রোবট ফুটবলার দিয়ে অগ্নিনির্বাপণ ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণের মতো কাজ করানো যাবে। আর্টেমিসের অ্যাকটুয়েটরস নিয়েই সবচেয়ে বেশি গর্বিত ইউসিএলএর বিজ্ঞানীরা। অ্যাকটুয়েটরস হলো রোবটের সেই অংশ,যেটি নড়াচড়া করতে পারে। প্রাণী দেহের মাংসপেশির মতোই আচরণ করে এটি। আর্টেমিসের অ্যাকটুয়েটরসই প্রথম অ্যাকটুয়েটরস,যেটি বিদ্যুৎ নিয়ন্ত্রিত। আগের রোবটগুলোর অ্যাকটুয়েটরস হাইড্রোলিকসে চলত। দেখা যাক রোবোটিক মেসি কত দূর যেতে পারে!