Arup Biswas: এখনও পর্যন্ত ৩৪ জন মানুষ আত্মহত্যা করেছেন শুধুমাত্র কমিশনের জন্য: অরূপ
Arup biswas: বিএলও-সহ একাধিক সাধারণ মানুষের মৃত্যুতে কমিশনকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের ওয়েবসাইটও ভুল তথ্যে ভরা বলে দাবি করা হয়েছে কমিশনের তরফে। মুখ্যমন্ত্রীর চিঠির পর এবার কমিশনের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল। তাঁরা কমিশনের দফতরে দিল স্মারকলিপি জমা।
প্রত্যেক বুথে ১৫০ থেকে ২০০ নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এসআইআর নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের অভিযোগ, একটি রাজনৈতিক দলকে খুশি করতে কাজ করছে কমিশন। বিএলও-সহ একাধিক সাধারণ মানুষের মৃত্যুতে কমিশনকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের ওয়েবসাইটও ভুল তথ্যে ভরা বলে দাবি করা হয়েছে কমিশনের তরফে। মুখ্যমন্ত্রীর চিঠির পর এবার কমিশনের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল। তাঁরা কমিশনের দফতরে দিল স্মারকলিপি জমা।
অরূপ বিশ্বাস বলেন, “এখনও পর্যন্ত ৩৪ জন মানুষ আত্মহত্যা করেছেন শুধুমাত্র নির্বাচন কমিশনের জন্যয়। প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে, কোনও একটি বিশেষ রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ১৫০-২০০ নাম বাদ দিয়েছে। যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টের হার্ড কপি যখন দেখা হচ্ছে, তাতে সেই নামগুলো রয়েছে।”
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না