শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আগে নাম পাঠাতে হত রাজ্যকে
রাজ্য পুলিশের মহাপরিচালক ডিজিপি বা হেড অব পুলিশ ফোর্স নিয়োগের জন্য এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং (ECM) আয়োজন নিয়ে রাজ্য সরকার যে প্রস্তাব দিয়েছিল, তা ফেরত পাঠিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। পাশাপাশি, এই বিষয়ে উপযুক্ত নির্দেশের জন্য রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিজিপি নিয়োগ নিয়ে নয়া জটিলতা। বর্তমান ডিজিপি রাজীব কুমারের মেয়াদ শেষ হতে চলেছে। নতুন ডিজি নিযুক্ত করতে হবে রাজ্যকে। কাকে নিযুক্ত করা হবে, সেই তালিকা ইউপিএসসি-র কাছে পাঠানো হয়েছিল রাজ্যের তরফে। কিন্তু সেই তালিকা ফেরত পাঠানো হয়েছে। এই ইস্যুতে রাজ্যকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বলল ইউপিএসসি। রাজ্য পুলিশের মহাপরিচালক ডিজিপি বা হেড অব পুলিশ ফোর্স নিয়োগের জন্য এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং (ECM) আয়োজন নিয়ে রাজ্য সরকার যে প্রস্তাব দিয়েছিল, তা ফেরত পাঠিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। পাশাপাশি, এই বিষয়ে উপযুক্ত নির্দেশের জন্য রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

