বিজেপি কর্মীদের ঘরে ঢুকে ‘হামলা’, গ্রেফতার ৩
লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় পদক্ষেপের কথা জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।
পূর্ব মেদিনীপুর: ভগবানপুরে বিজেপি কর্মীদের ঘরে ঢুকে হামলার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বছরের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে ভূপতিনগর থানার অৰ্জুননগর অঞ্চলের অনলবেড়িয়া এলাকা। বিজেপি কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর এবং লুঠপাটের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় পদক্ষেপের কথা জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।
Latest Videos

