Balurghat News: রাস্তা ঠিক করল বিজেপি!
বালুরঘাট শহরের বেশির ভাগ রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। পুরসভার উদাসীনতার কারণেই দিন দিন রাস্তা আরো খারাপ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় পুরসভাকে একাধিক বার বিষয়টি জানিয়ে কোন লাভ হয়নি। বেহাল রাস্তার জন্য ঘটছে দুর্ঘটনা৷ মাঝে মধ্যেই হচ্ছে যানজট৷ তাই বিজেপি যুব মোর্চার শহর মন্ডলের নেতৃত্বে বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হল।
বালুরঘাট শহরের বেশির ভাগ রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। পুরসভার উদাসীনতার কারণেই দিন দিন রাস্তা আরো খারাপ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় পুরসভাকে একাধিক বার বিষয়টি জানিয়ে কোন লাভ হয়নি। বেহাল রাস্তার জন্য ঘটছে দুর্ঘটনা৷ মাঝে মধ্যেই হচ্ছে যানজট৷ তাই বিজেপি যুব মোর্চার শহর মন্ডলের নেতৃত্বে বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হল। বৃহস্পতিবার সকালে পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের এ কে গোপালন কলোনি এলাকায় খারাপ রাস্তায় সারাইয়ে হাত লাগায় বিজেপি যুব মোর্চা। এদিন বিজেপি যুব মোর্চার শহর মন্ডলের সভাপতি বাবুসোনা অধিকারীর উদ্যোগে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়৷ শুধু এ কে গোপাল কলোনির নয়, শহরের অন্যান্য রাস্তা মেরামত করা হবে বলে বিজেপি যুব মোর্চার তরফ থেকে জানানো হয়েছে। যদিও বিজেপি এই উদ্যোগকে নাটক বলে দাবি করেছে পুরসভা কর্তৃপক্ষ। কোন কাজ করতে পারছে না তাই টাইম লাইনে আসতে এমনটা করছে৷ বালুরঘাটবাসী ভাল করেই জানে পুরসভা কি কাজ। তাই এই সব করে আখের কোন লাভ হবে না বিজেপির৷ শহরের প্রতিটি রাস্তায় বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা খারাপ থাকার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। অথচ বালুরঘাট পুরসভা ঘুমিয়ে আছে। তাই শহরবাসীর সুবিধার্থে বিজেপি যুব মোর্চার তরফ থেকে রাস্তা সারাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে শহর সভাপতি বাবুসোনা অধিকারী জানিয়েছেন। এদিকে বেহাল রাস্তাটি সারাই করাই খুশি স্থানীয় বাসিন্দারা৷ রাস্তাটা বিপদজনক অবস্থায় ছিল। সাধারণ মানুষ এখন ভাল ভাবে যাতায়াত করতে পারব বলে স্থানীয় বাসিন্দা দিলীপ ঘোষ ও সাথী ঘোষ পাল জানিয়েছেন। অন্যদিকে এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, বালুরঘাট শহর জুড়ে বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়ার প্রক্রিয়া চলছে। তার কারণে কিছু রাস্তা খারাপ আছে। সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। বিজেপি মিথ্যা কুৎসা অপপ্রচার করার জন্য এমনটা করছেন। বিজেপির বিধায়ক ও সাংসদ আছেন। তারা শহরের জন্য কি কাজ করছে বলেও পালটা প্রশ্ন করেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।

