AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Midhili Cyclone News Update: মিধিলির জেরে নিম্নচাপ, কী অবস্থা উপকূলে?

Midhili Cyclone News Update: মিধিলির জেরে নিম্নচাপ, কী অবস্থা উপকূলে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 17, 2023 | 4:41 PM

Share

বঙ্গোপসাগরে তৈরি হওয়া অকাল ঘূর্ণিঝড় মিধিলির সরাসরি প্রভাব বঙ্গে না পড়লেও ঘূর্ণিঝড়ের জেরে তৈরি হওয়া নিম্নচাপে জেরবার রাজ্যের সুন্দরবন ও উপকূলীয় এলাকাগুলি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বাংলাদেশের দিকেই বাঁক নিয়েছে মিধিলি।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া অকাল ঘূর্ণিঝড় মিধিলির সরাসরি প্রভাব বঙ্গে না পড়লেও ঘূর্ণিঝড়ের জেরে তৈরি হওয়া নিম্নচাপে জেরবার রাজ্যের সুন্দরবন ও উপকূলীয় এলাকাগুলি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বাংলাদেশের দিকেই বাঁক নিয়েছে মিধিলি। কিন্তু বাংলাদেশ ঘেঁষা বসিরহাটের সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় মিধিলির জেরে যেভাবে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, তাতে পাকা ধানে মইয়ের আশঙ্কা দেখছেন সুন্দরবনের কৃষকরা।

বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ নং ব্লক, হাসনাবাদ, মিনাখাঁ সহ ছটি ব্লকের কৃষকদের মাথায় হাত। ঝোড়ো হাওয়ায় বিঘার পর বিঘা ধানের ক্ষেতে যেভাবে পাকা ধানগুলি ভেঙে পড়ছে তাতে বেজায় সমস্যায় পড়েছেন কৃষকরা। পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির ফলে তুলে রাখা ধান গুলিতেও জমেছে জল। ফলে সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনের কৃষকরা। ইতিমধ্যে নবান্নর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জেলাশাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ঝড় বা বৃষ্টিতে যত সম্ভব ফসলকে রক্ষা করতে হবে। তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সবকিছু গ্রহণ করতে হবে।

যদিও বিপুল পরিমাণে ফসলের ক্ষতি হওয়ায় কিভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন চাষীরা। শুধুমাত্র ধান নয়, শীতকালীন সব্জি যেমন বাঁধাকপি, ফুলকপি, নতুন আলু, ওলকপি, বিট ও গাজরের মতে সব্জিগুলো ক্ষতির মুখে পড়তে চলেছে। ফলে স্বভাবতই দুশ্চিন্তা গ্রাস করেছে সুন্দরবনের কৃষকদের মধ্যে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রধান বেবি ঘোষ জানিয়েছেন, প্রশাসনিক ভাবে আমরা ইতিমধ্যে কৃষকদেরকে সতর্ক করেছি। ইতিমধ্যে কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে যেন সুরক্ষিত জায়গায় তুলে রাখেন। তার জন‍্য পর্যাপ্ত ত্রিপলেরও ব‍্যবস্থা করা হয়েছে।”