Bhangar Bomb Recovery News: পানা পুকুরে বোমা!

Bhangar Bomb Recovery News: পানা পুকুরে বোমা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 17, 2023 | 4:11 PM

ভাঙড়ের পানাপুকুরে আবারও বোমা উদ্ধার। উদ্ধার বস্তায় মোড়া বালতি ভরা তাজা বোমা। আট থেকে দশটি বোমা উদ্ধার।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে কাশিপুর থানার পুলিশ।

ভাঙড়ের পানাপুকুরে আবারও বোমা উদ্ধার। উদ্ধার বস্তায় মোড়া বালতি ভরা তাজা বোমা। আট থেকে দশটি বোমা উদ্ধার।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে কাশিপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর গ্রামের একটি বাগানে বস্তায় মোড়া বালতিতে রাখা বেশ কিছু বোমা দেখতে পান স্থানীয়রা।

তারপরই কাশীপুর থানায় খবর দিলে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা এই বোমা এখানে রেখেছে তার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ আধিকারিকরা। তবে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। এলাকার আইএসএফ সদস্য আজারউদ্দিন মোল্লা বলেন বারবার আমাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে।

আমি তৃণমূলে যোগ দিচ্ছিনা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার বাড়ির পিছনের বাগানে বোমা রেখেছে তৃণমূল ।আজারউদ্দিন মোল্লার গ্রেফতারের দাবি জানিয়ে ঘটনা প্রসঙ্গে আরাবুল ইসলাম বলেন, আইএফএস সদস্য আজারউদ্দিন মোল্লার নেতৃত্বে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে। অপরাধীদের গ্রেফতার না করলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে। যারা জ্বালায় পরবে তারাই তৃণমূলে যোগ দেবে।।