AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yusuf Pathan: 'আমি এখানেই ছিলাম', হঠাৎ বেলডাঙায় 'উদয়' ইউসুফ

Yusuf Pathan: ‘আমি এখানেই ছিলাম’, হঠাৎ বেলডাঙায় ‘উদয়’ ইউসুফ

Koushik Ghosh

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Jan 19, 2026 | 7:42 PM

Share

Yusuf Pathan: বহরমপুরের সাংসদ যদিও বলছেন, তিনি এলাকাতেই ছিলেন। চাপানউতোরের মধ্যে অবশেষে বেলডাঙায় দেখা গেল ইউসুফকে। নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতেও যান ইউসুফ। কথা বলেন আলাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে। পাশে থাকার বার্তাও দেন। 

থমথমে গোটা এলাকা। অশান্ত বেলডাঙায় আজও চলছে পুলিশের রুটমার্চ। দু’দিন ধরে জ্বলল বেলডাঙা, কিন্তু কোথায় ছিলেন সাংসদ ইউসুফ পাঠান? কেন তাঁকে দেখা যাচ্ছে না এলাকায়? বারবার প্রশ্নটা তুলেছেন বিরোধীরা। বহরমপুরের সাংসদ যদিও বলছেন, তিনি এলাকাতেই ছিলেন। চাপানউতোরের মধ্যে অবশেষে বেলডাঙায় দেখা গেল ইউসুফকে। নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতেও যান ইউসুফ। কথা বলেন আলাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে। পাশে থাকার বার্তাও দেন। বলেন, “আমি এখানেই ছিলাম। আমাদের সঙ্গে জনপ্রতিনিধি, বিধায়করা মাঠে নেমে সর্বদাই কাজ করছেন।”