Bangaon: ইস্তফা দিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, কী এমন হল?
লোকসভা ভোটের পর যে যে পুরসভা এলাকায় তৃণমূল ভাল রেজাল্ট করেনি, সেই সেই এলাকা পর্যালোচনা করে তৃণমূল নেতৃত্ব পৌরপ্রধানদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছিল। রাজ্যের একাধিক পুরসভায় এই নির্দেশ এসে পৌঁছয়। তেমনই ছিল বনগাঁ পুরসভা। লোকসভা ভোটে তৃণমূলের বিশ্বজিৎ দাস পরাজিত হন বিজেপির শান্তনু ঠাকুরের কাছে। আর এই পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেয় উচ্চ নেতৃত্ব।
দীর্ঘ টানা-পোড়েনের পর অবশেষে পদত্যাগ করলেন গোপাল শেঠ। আস্থা ভোটের আগেই ইস্তফা দিলেন বনগাঁর পুরপ্রধান। গোপাল সরতেই বাজি ফাটিয়ে উল্লাস তৃণমূলের গোপাল বিরোধী গোষ্ঠীর। গোপালের পদত্যাগের পর মনে করা হচ্ছে, বনগাঁ পুরসভায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল সেটা খানিকটা কাটল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি গোপাল শেঠের। লোকসভা ভোটের পর যে যে পুরসভা এলাকায় তৃণমূল ভাল রেজাল্ট করেনি, সেই সেই এলাকা পর্যালোচনা করে তৃণমূল নেতৃত্ব পৌরপ্রধানদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছিল। রাজ্যের একাধিক পুরসভায় এই নির্দেশ এসে পৌঁছয়। তেমনই ছিল বনগাঁ পুরসভা। লোকসভা ভোটে তৃণমূলের বিশ্বজিৎ দাস পরাজিত হন বিজেপির শান্তনু ঠাকুরের কাছে। আর এই পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেয় উচ্চ নেতৃত্ব।
