বফর্স ইউনিটে থেকে দেশের জন্য যুদ্ধ করেছেন, হিয়ারিং-এর লাইনে কার্গিলের জওয়ান
অবসরের পর এবার এসআইআরে সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। শুনানিতে ডাক পড়ায় হাতে নথি নিয়ে হাজির হয়েছেন তিনি। তাঁর অন্য দুই ভাইও ভারতীয় সেনায় কর্তব্যরত ছিলেন। কাজের সূত্রে বাইরে বাইরে কাটাতে হয়েছে জীবনের অধিকাংশ সময়। সেনা জওয়ান ও তাঁর পরিবারকে এসআইআর পর্বে এমন হয়রানির মুখে পড়তে দেখে যথেষ্ট ক্ষুব্ধ স্থানীয় পৌরপিতা চম্পক দাস।
শেষবার যখন এসআইআর হয়েছিল, তখনও তিনি সীমান্তে। কোনও এক পাহাড় থেকে শত্রুপক্ষের উপর নজর রাখছিলেন। ১৯৮০ থেকে ২০০৬ ভারতীয় সেনার বফর্স ইউনিটে জওয়ান হিসেবে ছিলেন তিনি। কারগিল যুদ্ধেও লড়েছেন বারাসতের সঞ্জীব ভট্টাচার্য। টাইগার হিলের নীচের দিকে ছিল তাঁর পজিশন।
অবসরের পর এবার এসআইআরে সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। শুনানিতে ডাক পড়ায় হাতে নথি নিয়ে হাজির হয়েছেন তিনি। তাঁর অন্য দুই ভাইও ভারতীয় সেনায় কর্তব্যরত ছিলেন। কাজের সূত্রে বাইরে বাইরে কাটাতে হয়েছে জীবনের অধিকাংশ সময়। সেনা জওয়ান ও তাঁর পরিবারকে এসআইআর পর্বে এমন হয়রানির মুখে পড়তে দেখে যথেষ্ট ক্ষুব্ধ স্থানীয় পৌরপিতা চম্পক দাস।
