ভোটব্যাঙ্কের জন্য জনবিন্যাসে বদল: অমিত শাহ
ভৌগোলিক দিক থেকে কঠিন হওয়ায়, সীমা থেকে পেরিয়ে আগে অনুপ্রবেশকারী বাংলায় ঢোকে! থানার পুলিশ কী করছে? অসম, ত্রিপুরা কীভাবে অনুপ্রবেশ বন্ধ হল? বাংলায় কেন হল না? বাংলার ডেমোগ্রাফি ধীরে ধীরে পরিবর্তন করে ভোটব্যাঙ্ক মজবুত করা হচ্ছে।
অমিত শাহ অনুপ্রবেশ ইস্যুতে কী কী বলেন, দেখুন এক নজরে
- পুরো বাংলার মানুষ অনুপ্রবেশ-ইস্যুতে ত্র্যস্ত। কোনও সরকার এমন রয়েছে, যে নিজের রাজ্যটাকেই অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল ভরিয়ে দেবে। এটা দেশের নিরাপত্তার জন্য কতটা ক্ষতিকর? এর জবাব বাংলার নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রীকে দিতে হবে? এই অনুপ্রবেশ রুখতে সরকারের কী করণীয় রয়েছে?: অমিত শাহ
- আর্টিক্যাল ৩৭০ যখন তুলে দেওয়া হয়, বিরোধিতা করেন। CAA এনে বাংলার শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করলে বিরোধিতা করে। আর বিএসএফের ঘাড়ে দোষ দেন: অমিত শাহ
- আমি আজ সাংবাদিক বৈঠকেই জিজ্ঞাসা করছি, কোন সরকার রয়েছে, বর্ডারে ফেন্সিং করার জন্য জমি দেয় না। এই রাজ্য সরকারই আছে। যে জমি না দেওয়ার জন্য ফেন্সিংয়ের কাজ শেষ করতে পারেনি : অমিত শাহ
- ভৌগোলিক দিক থেকে কঠিন হওয়ায়, সীমা থেকে পেরিয়ে আগে অনুপ্রবেশকারী বাংলায় ঢোকে! থানার পুলিশ কী করছে? অসম, ত্রিপুরা কীভাবে অনুপ্রবেশ বন্ধ হল? বাংলায় কেন হল না? বাংলার ডেমোগ্রাফি ধীরে ধীরে পরিবর্তন করে ভোটব্যাঙ্ক মজবুত করা হচ্ছে : অমিত শাহ
Published on: Dec 30, 2025 06:36 PM

