AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হিয়ারিং-এর লাইনে তরুণী হাসিনার কী অবস্থা হল দেখুন

হিয়ারিং-এর লাইনে তরুণী হাসিনার কী অবস্থা হল দেখুন

Manatosh Podder

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Dec 30, 2025 | 1:09 PM

Share

শুনানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে নোটিস পাওয়া ভোটারদের। সেরকম লাইনেই দাঁড়িয়ে ছিলেন হাসিনা শেখ। বছর কয়েক আগে হাসিনা শেখের বিয়ে হয় আউশগ্রামের এড়াল গ্রামে। তাঁর বাবার বাড়ি জেলার মঙ্গলকোটের ন’পাড়ায়। তাঁকে সোমবার শুনানিতে ডাকা হয়েছিল। লাইনে দাঁড়িয়েও ছিলেন তিনি। ভিতরে যখন তৃণমূলকর্মীদের বচসা চলছে, তখনই হাসিনা শেখ অসুস্থ বোধ করেন।

শুনানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে নোটিস পাওয়া ভোটারদের। সেরকম লাইনেই দাঁড়িয়ে ছিলেন হাসিনা শেখ। বছর কয়েক আগে হাসিনা শেখের বিয়ে হয় আউশগ্রামের এড়াল গ্রামে। তাঁর বাবার বাড়ি জেলার মঙ্গলকোটের ন’পাড়ায়। তাঁকে সোমবার শুনানিতে ডাকা হয়েছিল। লাইনে দাঁড়িয়েও ছিলেন তিনি। ভিতরে যখন তৃণমূলকর্মীদের বচসা চলছে, তখনই হাসিনা শেখ অসুস্থ বোধ করেন। তিনি বিডিও অফিসের মধ্যেই জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কয়েকজন তৃণমূলকর্মী সমর্থক স্থানীয় জামতাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

Published on: Dec 30, 2025 01:09 PM