Burdwan: ‘ঢুকতে দিতেই হবে’, তুমুল হট্টগোল শুনানি কেন্দ্রে
কী কারণে থাকতে দেওয়া হচ্ছে না, সেটা জানাতে হবে। এই দাবিতে আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় বিএলএদের। তাঁরা বলেন, "আমরা থাকব না কেন! বাড়ি বাড়ি ফর্ম দিতে গেলাম, ফর্ম সংগ্রহ করতে গেলাম, তাহলে ভিতরে প্রবেশ করার অধিকারটা থাকবে না কেন। আমাদের কাছে কোনও নোটিস আসেনি।"
অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পর থেকেই বিএলএ ২ -দের মধ্যে তৎপরতা তুঙ্গে। সোমবার সকাল থেকে শুনানি কেন্দ্রগুলিতে দেখা গেল তৃণমূলকর্মীদের ভিড়। পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরে তুমুল উত্তেজনা।
কী কারণে শুনানি কেন্দ্রে থাকতে দেওয়া হচ্ছে না, সেটা জানাতে হবে। এই দাবিতে আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় বিএলএদের। তাঁরা বলেন, “আমরা থাকব না কেন! বাড়ি বাড়ি ফর্ম দিতে গেলাম, ফর্ম সংগ্রহ করতে গেলাম, তাহলে ভিতরে প্রবেশ করার অধিকারটা থাকবে না কেন। আমাদের কাছে কোনও নোটিস আসেনি।”

