শুনানির সময় ঠিক কী করতে হচ্ছে, জেনে নিন
প্রথম পর্যায়ে নো ম্যাপিং ভোটারদের কাছেই গিয়েছে নোটিস। অর্থাৎ যে ভোটারদের ২০০২-এর এসআইআর-এর তালিকার সঙ্গে কোনও ভাবেই যুক্ত করা যায়নি, তাদেরই প্রাথমিকভাবে ডাকা হচ্ছে। শুনানি কেন্দ্রের ভিতরে প্রবেশ করলে প্রথমে সই সংগ্রহ করা হচ্ছে। তারপর তা মিলিয়ে দেখা হচ্ছে।
গত শনিবার থেকে এসআইআর-এর শুনানির প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ছিল তৃতীয় দিন। তৈরি হয়েছে নানা জটিলতা। শুনানির মাঝেই নানা নতুন নির্দেশিকাও দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। তবে শুনানি কেন্দ্রের ভিতরে ঠিক কী হচ্ছে জানেন?
প্রথম পর্যায়ে নো ম্যাপিং ভোটারদের কাছেই গিয়েছে নোটিস। অর্থাৎ যে ভোটারদের ২০০২-এর এসআইআর-এর তালিকার সঙ্গে কোনও ভাবেই যুক্ত করা যায়নি, তাদেরই প্রাথমিকভাবে ডাকা হচ্ছে।
শুনানি কেন্দ্রের ভিতরে প্রবেশ করলে প্রথমে সই সংগ্রহ করা হচ্ছে। তারপর তা মিলিয়ে দেখা হচ্ছে। এরপর ছবি তুলে সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করা হচ্ছে। ভোটারদের দেওয়া নথি জেলা নির্বাচনী আধিকারিকের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে।
