AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sajal Ghosh: 'ওঁর নিজের অত দম নেই, অন্য কারওর হাত রয়েছে', অসিত প্রসঙ্গে বললেন সজল

Sajal Ghosh: ‘ওঁর নিজের অত দম নেই, অন্য কারওর হাত রয়েছে’, অসিত প্রসঙ্গে বললেন সজল

Avra Chattopadhyay

|

Updated on: Dec 29, 2025 | 10:54 PM

Share

Chinsurah SIR Chaos: শুনানির মাঝে বিডিও-র সঙ্গে চলল কথা কাটাকাটি। যার পারদ চড়ল তুঙ্গে। প্রথমে হুঁশিয়ারি, তারপর হাতে-কলমে বাস্তবায়ন। শুনানি বন্ধ করে দিলেন বিধায়ক অসিত মজুমদার। তারপরই বাড়িতে সোজা ফোন করলেন এসডিও-কে।

হুগলি: এসআইআর শুনানিতে বিএলএ-২-দের ঢুকতে বাঁধা। তারপরেই বিধায়কের গা-জোয়ারি। যা ঘিরে উত্তেজনা ছড়াল চুঁচুড়া-মগরা ব্লক অফিসে। শুনানির মাঝে বিডিও-র সঙ্গে চলল কথা কাটাকাটি। যার পারদ চড়ল তুঙ্গে। প্রথমে হুঁশিয়ারি, তারপর হাতে-কলমে বাস্তবায়ন। শুনানি বন্ধ করে দিলেন বিধায়ক অসিত মজুমদার। তারপরই বাড়িতে সোজা ফোন করলেন এসডিও-কে।

যা শুনে বিজেপি নেতা সজল ঘোষ বললেন, ‘উনি নিজের বুদ্ধিতে এই কাজ করবেন, তা আমি বিশ্বাস করি না। এটা নির্বাচন কমিশনেরও বোঝা উচিত। ওঁর নিজের ওত দম নেই, অন্য় কারওর হাত রয়েছে।’